এখন পড়ছেন
হোম > রাজ্য > নদীয়া-২৪ পরগনা > অল্পের জন্য রক্ষা, আজ ভোরেই আবার বড়সড় রেল দুর্ঘটনার সাক্ষী হতে চলেছিলেন বঙ্গবাসী

অল্পের জন্য রক্ষা, আজ ভোরেই আবার বড়সড় রেল দুর্ঘটনার সাক্ষী হতে চলেছিলেন বঙ্গবাসী


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট – কিছুদিন আগে ময়নাগুড়িতে যে ভয়াবহ রেল দুর্ঘটনা ঘটেছে, তার স্মৃতি এখনো টাটকা রয়েছে রাজ্যবাসীর মনে। রেললাইনের ধারে টুকরো ক্ষতবিক্ষত দেহ, স্বজনহারাদের কান্না এখনো মিলিয়ে যায়নি। তার মধ্যেই আজ বড়সর বিপদের মুখোমুখি হতে চলেছিল দত্তপুকুর শিয়ালদহ লোকাল। লাইনের মাঝে ছিল বিরাট ফাটল। অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন যাত্রীরা।

আজ ভোর বেলায় পাঁচটা বেজে ত্রিশ মিনিটে ডাউন দত্তপুকুর লোকাল বামনগাছি স্টেশন ছেড়ে যখন বারাসাতের দিকে এগোচ্ছিল, তখনই ট্রেনের চালক হঠাৎ প্রচন্ড শব্দ শুনতে পান। ট্রেন দাঁড় করিয়ে, সঙ্গে সঙ্গে বারাসাত কন্ট্রোল অফিসে ব্যাপারটি জানানো হয়। প্রচণ্ড শব্দে আতঙ্কিত হয়ে ট্রেন থেকে বেরিয়ে আসেন বহু মানুষ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এরপর লাইনে লক্ষ্য করা যায় বিরাট ফাটল। রেলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছাবার পর পর দেখেন লাইনের ফিসপ্লেট ভাঙ্গা অবস্থায় পড়ে রয়েছে। যা থেকে যেকোন সময় ভয়াবহ দুর্ঘটনা ঘটে যেতে পারত। তাড়াতাড়ি নতুন ফিসপ্লেট লাগিয়ে পরীক্ষামুলকভাবে টাওয়ার ভ্যান চালিয়ে লাইন পর্যবেক্ষণ করা হয়।

এজন্য আজ প্রায় ৪০ মিনিট ধরে এই লাইনে ট্রেন চলাচল বন্ধ ছিল। বেশ কিছু ট্রেনের সময়সূচী বদলে দিতে হয়েছিল। তবে, আজ বড়রকম দুর্ঘটনার থেকে রক্ষা পেলেন যাত্রীরা। চালকের তৎপরতার কারণে প্রাণ বাঁচাতে পেরেছেন বহু মানুষ। না হলে মাত্র কয়েকদিনের ব্যবধানে দুটি বড় রেল দুর্ঘটনার সাক্ষী হতে হতো রাজ্যবাসীকে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!