এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > আলুর দাম বাড়ার পিছনে তৃণমূলের ‘ফড়েদের’ হাত? বিস্ফোরক অভিযোগ নিয়ে রাজ্যপালের কাছে বিজেপি নেতা

আলুর দাম বাড়ার পিছনে তৃণমূলের ‘ফড়েদের’ হাত? বিস্ফোরক অভিযোগ নিয়ে রাজ্যপালের কাছে বিজেপি নেতা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – কেন্দ্রের কৃষি বিলের বিরুদ্ধে ইতিমধ্যেই ময়দানে নেমে পড়েছে তৃণমূল কংগ্রেস। এই বিলের বিরোধিতা করতে গিয়ে অসংসদীয় আচরণের জন্য তৃণমূলের ডেরেক ও’ব্রায়েন, দোলা সেন সহ মোট আটজন সাংসদকে সাসপেন্ড করেছেন রাজ্যসভার চেয়ারম্যান ভেঙ্কাইয়া নাইডু। যারপরে তৃণমূলের বিজেপি বিরোধিতার সুর আরও সপ্তমে উঠতে শুরু করে।

ইতিমধ্যেই ধর্মতলায় তৃণমূল মহিলা কংগ্রেসের পর আজ মিছিল করে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে এই কৃষি বিলের বিরুদ্ধে আওয়াজ তোলা হচ্ছে। অর্থাৎ 2021 এর বিধানসভা নির্বাচনের আগে বাংলার মাটিতে কেন্দ্রের বিজেপি সরকার যে “কৃষকবিরোধী” তা প্রমাণ করতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ইতিমধ্যেই আন্দোলন করে রাস্তায় নামা হচ্ছে বলেই মনে করছে রাজনৈতিক মহল। আর তৃনমূল যখন “কৃষক বিরোধী বিজেপি” বলে প্রচার করতে ব্যস্ত, ঠিক তখনই এবার তৃণমূলের দিকে আঙুল তুলে আলুর দাম বৃদ্ধি নিয়ে রাজ্যপালের কাছে অভিযোগ করলেন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার।

সূত্রের খবর, এদিন রাজ্য বিজেপির নেতা জয়প্রকাশ মজুমদার রাজ্যে আলুর দাম বৃদ্ধি নিয়ে তৃণমূলের বিরুদ্ধে সরব হন। তিনি বলেন, “তৃণমূলের ফড়েরা আলুর দাম বাড়িয়ে টাকা খাচ্ছে। রাজ্যে লাগাতার আলুর দাম বৃদ্ধির পেছনে তৃণমূলের ফড়ে আর কাটমানি দায়ী।” স্বাভাবিক ভাবেই বিজেপিকে “কৃষক বিরোধী” দল হিসেবে প্রমাণ করতে যখন তৃণমূলের পক্ষ থেকে ময়দানে নামা হচ্ছে, তখন রাজ্যপালের কাছে আলুর দাম বৃদ্ধি নিয়ে তৃণমূলকে দায়ী করে জয়প্রকাশ মজুমদার নতুন করে শাসকদলের অস্বস্তি বাড়িয়ে দিলেন বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অনেকে বলছেন, এই সমস্ত কিছুই হচ্ছে 2021 এর বিধানসভা নির্বাচনের দিকে তাকিয়ে। তৃণমূল থেকে বিজেপি প্রতিটি রাজনৈতিক দলই চেষ্টা করছে, একে অপরের বিরুদ্ধে ইস্যু নিয়ে এসে অস্বস্তি বাড়িয়ে দেওয়ার। আর তারই অঙ্গ হিসেবে এদিন আলুর দাম বৃদ্ধি নিয়ে জয়প্রকাশ মজুমদারের সাংবিধানিক প্রধানের কাছে এই অভিযোগ দায়ের।

বিশেষজ্ঞরা বলছেন, এমনিতেই রাজ্যের আইন শৃঙ্খলা থেকে শুরু করে শিক্ষা, নানা বিষয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে সব সময় বিস্ফোরক মন্তব্য করতে দেখা যায় রাজ্যের সাংবিধানিক প্রধান জগদীপ ধনকরকে। আর এবার বিজেপি নেতা যেভাবে আলুর দাম বৃদ্ধি নিয়ে তৃণমূলকে দায়ী করলেন, তাতে রাজ্যপাল নতুন করে মুখ যদি খোলেন, তাহলে অস্বস্তিতে পড়তে পারে রাজ্যের শাসক দল। এক্ষেত্রে সাধারণ মানুষের সঙ্গে যখন এই ব্যাপারটি সরাসরি সম্পর্কযুক্ত, তখন বিজেপি নেতা জয়প্রকাশবাবু সেই সাধারণ মানুষের স্বার্থের কথা তুলে ধরে তৃণমূলকে দায়ী করে ঘাসফুল শিবিরের অস্বস্তি কতটা বাড়িয়ে দিতে পারেন, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!