এখন পড়ছেন
হোম > জাতীয় > আমজনতার উদ্বেগ বাড়িয়ে অতিমারির বাজারে আবার মহার্ঘ জ্বালানি

আমজনতার উদ্বেগ বাড়িয়ে অতিমারির বাজারে আবার মহার্ঘ জ্বালানি


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – অতিমারির বাজারে মানুষের উদ্বেগ বাড়িয়ে দিচ্ছে জ্বালানির ব্যাপক মূল্যবৃদ্ধি। প্রায় প্রতিদিন জ্বালানির মূল্য বৃদ্ধি ঘটছে। গতকাল পেট্রোল-ডিজেলের দাম অপরিবর্তিত থাকার পর আজ আবার পেট্রোলের দাম প্রতি লিটারে ২৭ পয়সা, ডিজেলের দাম প্রতি লিটারে ২৮ পয়সা বৃদ্ধি পেয়েছে। ফলে পেট্রোল ডিজেলের দাম এবার সেঞ্চুরির আরও কাছাকাছি পৌঁছে গেল।

পরপর প্রায় ২০ দিন ধরে পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধি পাচ্ছে। গতকাল, দাম অপরিবর্তিত ছিল। এরপর আজ আবার পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধি পেয়ে প্রতি লিটার পেট্রোলের দাম হল কলকাতায় ৯৫ টাকা ৫ পয়সা, ডিজেলের দাম হল ৮৮ টাকা ৮০ পয়সা প্রতি লিটার। বারবার জ্বালানির দাম বৃদ্ধির কারণ হিসেবে আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্যবৃদ্ধির কারণকে দায়ী করছেন অনেকে। জ্বালানির দাম নিয়ন্ত্রণ করতে গেলে পেট্রোল-ডিজেলের দামের ওপরে জিএসটি বসাবার পরামর্শ দিয়েছেন অনেকে। যদিও সরকারের পক্ষ থেকে এই ধরনের পদক্ষেপ এখনো পর্যন্ত গ্রহণ করা হয়নি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পেট্রোল ও ডিজেলের মূল্যবৃদ্ধি সম্পর্কে নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান রাজীব কুমার জানালেন যে, পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধি হচ্ছে। কেন্দ্রীয় সরকারকে ভারসাম্য রক্ষা করে চলতে হয়। কেন্দ্রের দায়িত্ব হলো মুদ্রাস্ফীতিকে নিয়ন্ত্রণ করা। প্রসঙ্গত, কলকাতায় সেঞ্চুরির কাছাকাছি চলে গেছে পেট্রোল ও ডিজেলের দাম। অন্যদিকে মুম্বাই, ভোপাল, মধ্যপ্রদেশে পেট্রোলের দাম ইতিমধ্যেই সেঞ্চুরি পার করে ফেলেছে। তবে এরপরও মূল্যবৃদ্ধি থেকে রেহাই মিলছে না মানুষের।

পেট্রোল, ডিজেলের মূল্যবৃদ্ধির প্রত্যক্ষ প্রভাব পড়েছে বাস, ট্রাক, লরি ও অন্যান্য পরিবহনের ক্ষেত্রে। পরিবহন ব্যবসার সঙ্গে যুক্ত থাকা ব্যক্তিরা এতে আশঙ্কিত রয়েছেন। যেভাবে পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধি ঘটছে, তাতে আগামী দিনে পরিষেবা দেওয়া কতটা সম্ভব হবে? তা প্রশ্নের মুখে পড়েছে। এছাড়া পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধিতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যর মূল্যও বৃদ্ধি পাচ্ছে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!