এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > আমি জনতার হাতে এবার কম দামে ইলিশ পৌঁছে দিতে বড়সড় অভিনব সিদ্ধান্ত নিল মমতার সরকার! জেনে নিন

আমি জনতার হাতে এবার কম দামে ইলিশ পৌঁছে দিতে বড়সড় অভিনব সিদ্ধান্ত নিল মমতার সরকার! জেনে নিন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বর্ষা প্রায় শেষ হতে চলল। কিন্তু আমজনতার পাতে এখনো পর্যন্ত ইলিশ আসলোনা। যা নিয়ে আপামর বাঙালির খেদ যাওয়ার নয়। বাজারে যদিও বা ইলিশ পাওয়া যাচ্ছে, কিন্তু তাতে হাত দেওয়া যাচ্ছেনা। একেকটা ইলিশের যা দাম, তা এই লকডাউনের বাজারে খরচ করতে বেশিরভাগ মানুষই রাজি নন। এই অবস্থায় বাঙালিকে ভাতের পাতে ইলিশের স্বাদ দেওয়ার জন্য এবার পশ্চিমবঙ্গ সরকারের সুফল বাংলা ব্যবস্থা করল। জানা গেছে, এবার থেকে সুফল বাংলার দোকানে কম দামে টাটকা সুস্বাদু ইলিশ মাছ পাওয়া যাবে।

মূলত সুফল বাংলা শাকসবজি থেকে শুরু করে ফল, মূল, মাছ সবই বিক্রি করে। কিন্তু এবার থেকে ইলিশ পাওয়া যাবে বলে জানা গেছে। ইতিমধ্যেই দক্ষিণ 24 পরগণা, বর্ধমান, পূর্ব মেদিনীপুরের কৃষি ও উৎপাদকদের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে পশ্চিমবঙ্গ সরকার। প্রসঙ্গত, এ বছরে ইলিশ মরসুমের শুরু থেকেই দেশজুড়ে লকডাউন শুরু হয়েছে। ফলে সমুদ্রে যেতে পারেননি মৎস্যজীবীরা। অন্যদিকে, জুলাই মাসের শেষ থেকে ঝাঁকে ঝাঁকে ইলিশ গিয়ে ধরা পড়েছে বাংলাদেশীদের জালে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বর্তমানে তিস্তা জলবণ্টন নিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে উত্তেজনা থাকার কারণে বাংলাদেশ ইতিমধ্যেই বন্ধ করে দিয়েছে ইলিশ রপ্তানি। ফলে গঙ্গার ইলিশের সাথে সাথে পদ্মার ইলিশও বাঙালির পাতে আর আসেনি। এদিকে বাংলাদেশে এত পরিমাণ ইলিশ উঠছে, যাতে মনে করা হচ্ছে লকডাউন এর শেষে সেখানকার মৎস্যজীবীরা হয়তো এবার কিছুটা লাভের মুখ দেখবেন। এদিকে লকডাউনের পর বাংলার মৎস্যজীবীরা সমুদ্রে ইলিশের খোঁজে গেলেও ঘূর্ণাবর্তের জেরে তাঁদেরকে ফেরত আসার নির্দেশ দেয় আবহাওয়া দপ্তর।

15 ই জুন এর পর বেশ কিছু ট্রলার ভালো ইলিশ নিয়ে ফিরে এসেছিল। কিন্তু বারবার খারাপ আবহাওয়ার কারণে ইলিশ শিকারে পড়ছে বাধা। অন্যদিকে, ভারতের ডিজেলের দাম বেড়ে যাওয়ায় বেশিক্ষণ ট্রলার নিয়ে মাছ সমুদ্রে থাকা যাচ্ছেনা। ইলিশ না আসার এটা একটা বড় কারণ বলে ধরা হচ্ছে। তবে রাজ্য সরকারের সুফল বাংলা স্টল এবার বাঙালিকে কিছুটা পরিতৃপ্ত করতে পারবে সুস্বাদু ইলিশ হাতে তুলে দিয়ে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে জানা গেছে, সুফল বাংলা স্টল বিভিন্ন রাজ্যে ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে। তাই স্বল্প দামে সুস্বাদু ইলিশ তুলে দিতে এই মুহূর্তে রীতিমতো তৈরি সুফল বাংলা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!