এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > “আমাদের ছেড়ে যাওয়ার পর থেকে অবনতি শুরু হয়েছে। এখন মাটিতে এসে ঠেকেছে।” – শোভন চট্টোপাধ্যায়কে একহাত স্ত্রীর

“আমাদের ছেড়ে যাওয়ার পর থেকে অবনতি শুরু হয়েছে। এখন মাটিতে এসে ঠেকেছে।” – শোভন চট্টোপাধ্যায়কে একহাত স্ত্রীর


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আগামী বিধানসভা নির্বাচনে প্রার্থী করা হয়নি বিজেপির কলকাতা জোনের পর্যবেক্ষক শোভন চট্টোপাধ্যায়কে। তাঁর কেন্দ্র বেহালা পূর্বে প্রার্থী করা হয়েছে অভিনেত্রী পায়েল সরকারকে। দলের এই সিদ্ধান্তে অপমানবোধ করে বিজেপি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়। এবার, এ প্রসঙ্গে বক্তব্য রাখলেন শোভন চট্টোপাধ্যায়ের স্ত্রী রত্না চট্টোপাধ্যায়। তিনি কটাক্ষ করেছেন, রাজনীতি নিয়ে ছেলে খেলা করছেন শোভন চট্টোপাধ্যায়।

নির্বাচনে প্রার্থী না করার কারণে শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায় দলের কাছে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন। এবার এ প্রসঙ্গে বক্তব্য রাখলেন শোভন চট্টোপাধ্যায়ের স্ত্রী তথা বেহালা পূর্ব বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী রত্না চট্টোপাধ্যায়। তিনি জানান, দল তাঁকে প্রার্থী করেনি, এ কথা এখনো বলা যায় না। কারণ ২৯৪ এর মধ্যে অনেক আসনে প্রার্থী ঘোষণা এখনো হয়নি। তিনি জানালেন, শোভন চট্টোপাধ্যায় যখন তৃণমূলে ছিলেন, তখন তিনি এটা পেলাম না, ওটা পেলাম না, এসব বলে দল ছাড়লেন। বিজেপিতে গিয়েও আবার তিনি এটা পেলাম না, ওটা পেলাম না বলে দল ছেড়ে দিলেন। রাজনীতি নিয়ে ছেলেখেলা করছেন তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

রত্না চট্টোপাধ্যায় জানালেন, ইতিপূর্বে রাজনীতি করা লোকেরা শোভন চট্টোপাধ্যায়কে দেখে শিখত, এখন শোভন চট্টোপাধ্যায় যা করছেন তাতে অনেকে প্রশ্ন করতে শুরু করে দিয়েছেন যে, এই শোভন চট্টোপাধ্যায় কি আগের শোভন চট্টোপাধ্যায়? একেবারে ছেলেমানুষের মত কাজ করছেন শোভন বাবু। তিনি চাইলেই যে দল তাঁকে টিকিট দেবে, এর কোন মানে নেই। তৃণমূলেরও অনেকে নির্বাচনের টিকিট পাননি। রত্না চট্টোপাধ্যায় আরো জানালেন যে, তিনি মনে করছেন না যে, এখনই দল ছেড়ে চলে যাবেন শোভন চট্টোপাধ্যায়।

তাঁর কথায়, অনেক দর কষাকষি করবেন তিনি। পূর্বে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রচুর দর কষাকষি করেছিলেন তিনি। শেষ পর্যন্ত মানিয়ে নিতে না পেরে বিজেপিতে চলে যান। রাজনীতি নিয়ে এরকম দরকষাকষি করা যায়না। শোভন চট্টোপাধ্যায়ের এই পরিণতির জন্য তিনি নিজেই দায়ী। তাঁকে দেখলে তাঁর করুণা হয়, এমনই কটাক্ষ করলেন রত্না চট্টোপাধ্যায়। তিনি জানালেন, তৃণমূল ছেড়ে যাওয়ার পর থেকেই অবনতি শুরু হয়েছে শোভন বাবুর, এখন তাঁর অবস্থা মাটিতে এসে ঠেকেছে। এভাবেই শোভন চট্টোপাধ্যায়ের উপর একাধিক ক্ষোভ প্রকাশ করলেন স্ত্রী রত্না চট্টোপাধ্যায়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!