এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > “আমাদের মুখ্যমন্ত্রী কি সাধারণ মুখ্যমন্ত্রী নাকি?” হঠাৎ কেন এমন কথা বললেন বিজেপির হেভিওয়েট!

“আমাদের মুখ্যমন্ত্রী কি সাধারণ মুখ্যমন্ত্রী নাকি?” হঠাৎ কেন এমন কথা বললেন বিজেপির হেভিওয়েট!


প্রিয়বন্ধু মিডিয়ার রিপোর্ট- নির্বাচন শেষ হতে না হতেই রাজধর্ম পালন করে “মোদী কা পরিবার” শব্দটি সোশ্যাল মিডিয়া থেকে অনুগামীদের সরিয়ে নিতে আবেদন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু অন্যদিকে এই রাজ্যের মুখ্যমন্ত্রী সমস্ত কিছুকে অমান্য করে সরকারি দপ্তর নবান্নতেই দলের বৈঠক করছেন। স্বাভাবিকভাবেই যে বিষয়টি নিয়ে তুমুল চর্চা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। আর সেই বিষয়ে প্রশ্ন করতেই এই রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্য।

সূত্রের খবর, এদিন এই ব্যাপারে বিজেপি নেতা শমীক ভট্টাচার্যকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, “কার সাথে আপনারা কার তুলনা করছেন? এই রাজ্যের মুখ্যমন্ত্রী সব কিছু করতে পারেন। তিনি অশোক স্তম্ভের নিচে বসে প্রধানমন্ত্রীর কোমরে দড়ি বাধার কথা বলতে পারেন। প্রধানমন্ত্রীকে তুই বলে আক্রমণ করতে পারেন, এটাই তো রাজধর্ম। তিনি সবকিছু পারেন।” অর্থাৎ এই বক্তব্যের মধ্যে দিয়ে এই রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে যে নিরপেক্ষতা এবং গণতন্ত্রের প্রত্যাশা করাই বৃথা, তা আরও একবার স্পষ্ট করে দিলেন শমীক ভট্টাচার্য‌। যার ফলে তৃণমূল যথেষ্ট বেকায়দায় পড়ে গেল বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!