এখন পড়ছেন
হোম > রাজ্য > “আমাকে সরানো যাবে না” মমতার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ রাজ্যপালের! জেনে নিন!

“আমাকে সরানো যাবে না” মমতার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ রাজ্যপালের! জেনে নিন!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বর্তমানে তৃণমূল কংগ্রেসের সবথেকে বড় অস্বস্তির কারণ হয়ে দাঁড়াচ্ছেন রাজ্যপাল জাগদীপ ধনকার। বিভিন্ন ইস্যুতে তার মন্তব্য তৃণমূলের সঙ্গে রাজভবনের সংঘাত বাড়িয়ে দিচ্ছে। আর এই পরিস্থিতিতে তৃনমূলের সংসদীয় দলের পক্ষ থেকে সংসদে রাষ্ট্রপতি থেকে শুরু করে প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানানো হয়েছে, যাতে পশ্চিমবঙ্গের রাজ্যপালকে অপসারণ করা হয়।

আর এই পরিস্থিতিতে তৃণমূলের সাংগঠনিক নির্বাচনী সভা থেকে যখন মমতা বন্দ্যোপাধ্যায় নাম না করে রাজ্যপালকে একের পর এক ইস্যুতে আক্রমণ করছেন, ঠিক তখনই সাংবাদিক বৈঠক করে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করে বসলেন রাজ্যপাল জাগদীপ ধনকার। শুধু তাই নয়, তাকে বহু চেষ্টা করেও সাংবিধানিক দায়িত্ব থেকে সরানো যাবে না বলেও জানিয়ে দিলেন রাজ্যপাল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, এদিন একটি সাংবাদিক বৈঠক করেন রাজ্যপাল জাগদীপ ধনকার। যেখানে তিনি বলেন, “আমি 900 টুইট করেছি। একটারও উত্তর পাইনি। আমি ওনার কথা শুনে স্তম্ভিত। আমার বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর যা মনে এসেছে, সেই অভিযোগ করেছেন। আমার সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে। কিন্তু কোনোভাবেই আমাকে আমার সাংবিধানিক দায়িত্ব থেকে সরানো যাবে না।”

বিশেষজ্ঞরা বলছেন, তৃণমূলকে কার্যত মাস্টারস্ট্রোক দিলেন রাজ্যপাল। তিনি বুঝিয়ে দিলেন যে, যতই চেষ্টা করা হোক, তাকে রাজ্যপাল পদ থেকে সরানো যাবে না। হয়ত বা এই ব্যাপারে নিশ্চিত কোনো খবর রয়েছে রাজ্যপালের কাছে। আর সেই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যপালের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করার পরেই পাল্টা তার বিরুদ্ধে অভিযোগ তুলে নিজের অবস্থানে অনড় থাকতে দেখা গেল পশ্চিমবঙ্গের সাংবিধানিক প্রধানকে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!