“আমার মেয়ে আর…” অভয়া মামলার রায়দানের পরেই একি বললেন নির্যাতিতার বাবার! কলকাতা রাজ্য January 18, 2025 প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- আজ শিয়ালদহ কোর্টে অভয়া মামলার রায়দান ছিল। সেখানে সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করা হয়েছে। আগামী সোমবার সাজা ঘোষণা হবে। আর সেই বিষয়েই এবার বড় মন্তব্য করলেন অভয়ার বাবা। প্রসঙ্গত, এদিন শিয়ালদহ কোর্টে অভয়া মামলার রায় ঘোষণার পরেই নির্যাতিতার বাবাকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে নিজের হারানো মেয়েকে নিয়ে হতাশা প্রকাশ করেন অভয়ার বাবা। তিনি বলেন, “আমরা বিচারের প্রথম সিড়ি পার করেছি। আমরা যাতে দ্বিতীয় সিঁড়িতে উঠতে পারি, সেই ধরনের বিচার উনি দেবেন, এই বিশ্বাস আমাদের ছিল। তিনি সেটা আমাদের সামনে তুলে ধরেছেন। আমার মেয়ে আর কোনো কিছুতেই ফিরে আসবে না। আমার যা গেছে, সেটা আমারই গেছে। সবাই আমাদের সহযোগিতা করেছেন, তার জন্য সবার কাছে আমি কৃতজ্ঞ। যারা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত, তাদের কঠোর শাস্তি হোক। আমরা সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড চাইছি।” আপনার মতামত জানান -