“আমরা আরও খুশি হতাম….” অভয়া মামলার রায়দানের পরেই একি বলে দিলেন শুভেন্দু! বিজেপি রাজনীতি রাজ্য January 18, 2025 প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- আজ শিয়ালদহ কোর্টে অভয়া মামলার রায়দান ছিল। আর সেখানেই দোষী সাব্যস্ত করা হয়েছে সঞ্জয় রায়কে। আগামী সোমবার সাজা ঘোষণা করা হবে। তবে এর পেছনে আরও যারা রয়েছে, তাদেরও দ্রুত শাস্তি দেওয়া প্রয়োজন বলে দাবি করছেন আন্দোলন কারীরা। আর সেই জায়গায় দাঁড়িয়ে এবার রায়দান করা হলেও আরও অনেক বিষয় যে রয়েছে এবং সেই সমস্ত বিষয়ে পদক্ষেপ নিলেই যে একটি বৃত্ত সম্পূর্ণ হবে, তা নিজের বক্তব্যের মধ্যে দিয়ে স্পষ্ট করে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রসঙ্গত, এদিন এই ব্যাপারে শুভেন্দুবাবুকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, “আমরা আজকে আরও খুশি হতাম, যদি সন্দীপ ঘোষ এবং বিনীত গোয়েলকে দোষী সাব্যস্ত করতো আদালত।” অর্থাৎ গোটা ঘটনার পর থেকেই বারবার করে এই সন্দীপ ঘোষ এবং কলকাতার তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের বিরুদ্ধে অনেক অভিযোগ তুলেছে বিরোধীরা। আর এবার শিয়ালদহ কোর্টে যখন রায়দান হলো, ঠিক তখনই এই দুই ব্যক্তি সম্পর্কে প্রশ্ন তুলে দিয়ে এদেরও যে কঠোর শাস্তি দেওয়া উচিত, সেই দাবিই করলেন শুভেন্দু অধিকারী। দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। আপনার মতামত জানান -