এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > অমর্ত্য সেন ইস্যুতে দিলীপ ঘোষকে আক্রমণে বাম- কংগ্রেস-তৃণমূল! অস্বস্তি বাড়ছে বিজেপির!

অমর্ত্য সেন ইস্যুতে দিলীপ ঘোষকে আক্রমণে বাম- কংগ্রেস-তৃণমূল! অস্বস্তি বাড়ছে বিজেপির!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সম্প্রতি নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে নিয়ে দিলীপ ঘোষের মন্তব্য রীতিমতো বিতর্ক তৈরি করে গোটা বাংলা জুড়ে। যেখানে বিশ্বভারতীর পক্ষ থেকে অমর্ত্য সেনের বাড়ির একটা অংশ বিশ্বভারতীর বলে অভিযোগ উঠতে শুরু করেছে। যা নিয়ে বিতর্ক ক্রমশ বাড়তে শুরু করে। আর এই পরিস্থিতিতে বিস্ফোরক মন্তব্য করেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন, “এখন কথা উঠেছে অমর্ত্য সেনের জমিটা নাকি বিশ্বভারতীর জায়গায়! তার জবাব দেওয়া উচিত। কাগজপত্র দেখানো উচিত। আর যদি তা না হয়, তাহলে মিথ্যা কথা বলার জন্য ওনার মামলা করা উচিত। আর যদি সত্যি কথা হয়, যদি বেরোয় কব্জা করা অভ্যাস, তখন তো জবাব দিতে হবে। তখন কি নোবেল পুরস্কার ফেরত দেবেন বাঙালিকে অপমান করার জন্য!”

স্বভাবতই একজন নোবেলজয়ী অর্থনীতিবিদের প্রতি দিলীপ ঘোষের এই ধরনের মন্তব্য রীতিমত বিতর্ককে বৃদ্ধি করতে শুরু করে। আর এই পরিস্থিতিতে এবার দিলীপ ঘোষের এই মন্তব্যের করা নিন্দায় সরব হয়েছে বাম, কংগ্রেস এবং তৃণমূল। সূত্রের খবর, এদিন এই প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, “দিলীপবাবুর যখন অমর্ত্য সেনকে জমিচোর বলতে পেরেছেন, তখন এরপরে রবীন্দ্রনাথ ঠাকুরকেও এমন বলতে ওদের আটকাবে না। এদের হাতে বাংলার সম্মান কেমন রক্ষিত হবে, তা মানুষ নিশ্চয়ই বুঝতে পারছেন।”

অন্যদিকে এই ব্যাপারে সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, “যারা অমর্ত্য সেনের নখের যোগ্য নন, তারা তাকে নিয়ে নানা মন্তব্য করছেন। কাদের প্রশ্রয়ে দিলীপ ঘোষ এই সমস্ত কিছু করছেন জানি না। কিন্তু এতে বাংলার মানুষের চেতনা এবং সংস্কৃতি সম্পর্কে ওদের দৃষ্টিভঙ্গি ধরা পড়ে যাচ্ছে।” একইভাবে এই ব্যাপারে দিলীপ ঘোষকে কড়া ভাষায় আক্রমণ করেছেন কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্য।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন তিনি বলেন, “অমর্ত্য সেনের মতো বিদগ্ধ মানুষ জমি চুরি করতে পারেন, এটা একমাত্র দিলীপ ঘোষেরাই কল্পনা করতে পারেন। কিছু না জেনে বিজেপির রাজ্য সভাপতি যে মন্তব্য করেছেন, সেটা শুধু অশোভন হয়েছে, তাই নয়। কোনো খোঁজ খবর না নিয়ে এমন মন্তব্য কারও সম্পর্কে করা অন্যায়। জমি নিয়ে বিতর্ক থাকলে বিশ্বভারতী কর্তৃপক্ষের উচিত অমর্ত্যবাবুর সঙ্গে সরাসরি আলোচনা করা। এটা নিয়ে এত হৈ চৈ কিসের!” স্বাভাবিকভাবেই একযোগে অমর্ত্য সেনকে নিয়ে করা মন্তব্যের জন্য দিলীপ ঘোষকে কড়া ভাষায় আক্রমণ করতে ময়দানে নেমে পড়েছে তৃণমূল, কংগ্রেস এবং বামফ্রন্ট।

পর্যবেক্ষকদের একাংশ বলছেন, বারবার বিজেপির বিরুদ্ধে অভিযোগ উঠেছে বাংলার সংস্কৃতি না জানার। এক্ষেত্রে তৃণমূলের পক্ষ থেকে গেরুয়া শিবিরের বিরুদ্ধে এই অভিযোগ তুলে বিজেপিকে আরও কোনঠাসা করে দেওয়া হয়েছে। কিন্তু বিজেপি সেই অভিযোগকে বারবার নস্যাৎ করে দিয়েছে। আর এই পরিস্থিতিতে অমর্ত্য সেনকে নিয়ে করা মন্তব্যের জন্যে যেভাবে তৃণমূলের পাশাপাশি বামফ্রন্ট এবং কংগ্রেসের পক্ষ থেকেও দিলীপ ঘোষকে কড়া ভাষায় আক্রমণ করা হল, তাতে বিজেপি এবং দিলীপ ঘোষ চরম বেকায়দায় পড়লেন বলেই মনে করছেন বিশ্লেষকরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!