এখন পড়ছেন
হোম > অন্যান্য > লকডাউনে অর্থনীতি থমকে থাকলেও আম্বানির প্রতি ঘন্টায় আয় জানলে চোখ কপালে উঠবেই

লকডাউনে অর্থনীতি থমকে থাকলেও আম্বানির প্রতি ঘন্টায় আয় জানলে চোখ কপালে উঠবেই


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট- করোনা পরিস্থিতিতে দেশের অর্থনৈতিক পরিস্থিতি সংকটজনক। দেশের জিডিপি নেমে গেছে তলানিতে। সেই সঙ্গে কর্ম সংস্থান হারিয়েছে বহু মানুষ। তবে অন্যদিকে রিলায়েন্সের ব্যাপারটা ছিল একটি অন্যরকম। দেশে একদিকে যখন একের পর এক কোম্পানি তাদের ঝাঁপ বন্ধ করেছে, সেই সময়ে রিলায়েন্স কোম্পানিকে নতুন নতুন বিনিয়োগ করেছে দেখা গেছে। রিলায়েন্স এই সময়ে টেলিকম বাজার থেকে শুরু করে খাদ্য পণ্য বিপণন নানাভাবে ভারতের বাজারকে নিজেদের আয়ত্তে আনতে উঠে পড়ে লেগেছিল। এই রিলায়েন্স সংস্থা সম্প্রতি টেলিকম জগতের অন্যতম ভরসা যোগ্য জায়গা হয়ে উঠেছে, যারা কিনা অত্যন্ত সস্তায় ভালো মানের টেলিকম পরিষেবা দেবার জন্য ইতিমধ্যেই জনপ্রিয় হয়ে উঠেছে। এর পাশাপাশি লাইফস্টাইলস স্টোর কেনা থেকে শুরু করে তাদের অনেকগুলি বিনিয়োগের খবরও পাওয়া গেছে। তবে এবার ধনীদের তালিকায় শীর্ষে উঠে এলেন তিনি।

সম্প্রতি একটি সমীক্ষায় দেখা গেছে, মুকেশ আম্বানির মোট আয় ৬,৫৮,৪০০ কোটি টাকা। তবে শুধু এই বছরই নয়, গত নয় বছর ধরেই আম্বানির ব্যক্তিগত সম্পত্তি ২,৭৭,৭০০ কোটি টাকা বেড়েছে বলে জানান হয়েছে। ফলে মুকেশ আম্বানি এশিয়ার সব থেকে ধনী ব্যক্তি হিসেবে চিহ্নিত হয়েছেন। সেই সঙ্গে গোটা বিশ্বে সবথেকে ধনী ব্যক্তি হিসেবে চতুর্থ স্থান অধিকার করে নিয়েছেন। জানা গেছে গত এক বছরে মুকেশ আম্বানির মোট সম্পত্তির পরিমাণ ৭৩শতাংশ বৃদ্ধি পেয়েছে। সেই সুবাদে তিনি শীর্ষ পাঁচ ধন কুবেরের মধ্যে জায়গা করে নিতে পেরেছেন। যা কিনা একমাত্র ভারতীয় হিসেবে তিনিই করতে পেরেছেন। শুধু তিনিই নন, যাদের সম্পত্তি ৩১ আগস্ট ২০২০ পর্যন্ত ১ হাজার কোটি অথবা তাঁর বেশি ছিল, তাদের নাম হুরুন ইন্ডিয়া রিচ লিস্টে যুক্ত করা হয়েছে বলে জানা গেছে। আর সেই তালিকায় ৮২৮ জন ভারতীয় স্থান পেয়েছে বলে জানা যায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে দেশের ধনী ব্যক্তিদের তালিকায় মুকেশ আম্বানি ছাড়াও পাওয়া গেছে আরও কয়েকটি সম্ভাব্য নাম। এ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন লন্ডনের বাসিন্দা হিন্দুজা ব্রাদার্স। জানা গেছে হিন্দুজা ব্রাদার্সদের কাছে মোট ১ লক্ষ ৪৩ হাজার ৭০০ কোটি টাকার সম্পত্তি আছে। তাঁর পর, তৃতীয় স্থানে এইচসিএল এর সংস্থাপক শিব নাডর আছেন। যার সম্পত্তির পরিমাণ মোট ১ লাখ ৪১ হাজার ৭০০ কোটি টাকা। এই তালিকায় চতুর্থ স্থান অধিকার করে নিয়েছেন গৌতম আদানি। এছাড়া উইপ্রো সংস্থার আজিম প্রেমজী এই তালিকায় পঞ্চম স্থানে আছেন বলে জানা গেছে। সপ্তম স্থানে আছেন অ্যাভিনিউ সুপারমার্টসের সংস্থাপক রাধাকিশন দমানি। তিনি প্রথমবার এই তালিকায় দেশের শীর্ষ ১০ ধন কুবেরদের মধ্যে জায়গা করে নিয়েছেন বলে জানা যায়। এছাড়াও এই তালিকায় রয়েছেন সান ফার্মার দিলীপ সাংভি আর শাপুরজি পলোনজি গ্রুপের শাপুরজি পলোনজি মিস্ত্রী, সিরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়ার সাইরাস পুনাওয়ালা, কোটাক মহিন্দ্রা ব্যাঙ্কের উদয় কোটক।

জানা গেছে, এই এত ব্যবসায়ীদের পিছনে ফেলেই তিনি সকলের আগে জায়গা করে নিয়েছেন। দেখা গেছে মার্চ মাসে লকডাউন শুরু হওয়ার পর থেকে মানুষ যেখানে অর্থনৈতিক দিক থেকে জেরবার হয়ে গেছে, এমনকি পিছিয়ে পড়েছে দেশের অর্থনৈতিক ব্যবস্থাও। সেখানে ভারতের রিলায়েন্স ইন্ডাস্ট্রির চেয়ারম্যান মুকেশ আম্বানি প্রতি ঘণ্টায় ৯০ কোটি টাকা ইনকাম করেছেন। আর সেই সুবাদেই তিনি ‘হুরুন ইন্ডিয়া রিচ’ লিস্টে বিগত ৯ বছর ধরে শীর্ষ স্থান দখল করে রাখার সঙ্গে সঙ্গে এই বছরেও হয়ে উঠেছেন সেরার সেরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!