এখন পড়ছেন
হোম > আন্তর্জাতিক > টানটান উত্তেজনায় মোড়া আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে হারের মুখে ট্রাম্প? ফয়সালা আদালতেই?

টানটান উত্তেজনায় মোড়া আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে হারের মুখে ট্রাম্প? ফয়সালা আদালতেই?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট- মার্কিন যুক্তরাষ্ট্রে নির্বাচনী প্রচারে কে এগিয়ে থাকবেন বা কে নেবেন হোয়াইট হাউসের শাসনভার, সেই নিয়ে নির্বাচনী লড়াই চলছে ডোনাল্ড ট্রাম্প আর জো বিডেনের মধ্যে। তবে জানা গেছে এহেন নির্বাচন শেষে ডোনাল্ড ট্রাম্পের থেকে অনেকটাই এগিয়ে রয়েছেন জো বিডেন। জানা গেছে ২৬৪টি ইলেক্টোরাল ভোট পেয়েছেন তিনি।

যেখানে ডোনাল্ড ট্রাম্পের ঝুলিতে এসেছে ২১৪টি ভোট। এমন পরিস্থিতিতে নির্বাচন শেষে যদিও ৫৩৮ আসনের ইলেকট্রোরাল কলেজের ম্যাজিক ফিগার ২৭০ কেউই ছুঁতে পারেননি, তবুও জো বিডেনের এভাবে এগিয়ে থাকা যে ট্রাম্প সহজ ভাবে নেবেন না, সেটাই মনে করছেন অনেকে। কারণ এর আগেই তিনি ফলাফল নিয়ে কোর্টে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন।

জানা গেছে মার্কিন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প জিতেছেন ফ্লোরিডা, নর্থ ডাকোটা, সাউথ ডাকোটা, টেক্সাস, লুইজিয়ানা, টেনেসি, সাউথ ক্যারোলিনা, আলাবামা, আরকানসাস, ওয়েস্ট ভার্জিনিয়া, ওকলাহমা, কেন্টাকি ও ইন্ডিয়ানাতে। সেইসঙ্গে আইওয়ার ৩টি ইলেক্টরাল ভোটও ট্রাম্পের পক্ষে গিয়েছে বলে জানা গেছে।

তবে ২০১৬ সালে যেখানে উইসকনসিন এবং মিশিগানে জয়ী হয়েছিলেন ট্রাম্প, সেখানে একটি আন্তর্জাতিক সংবাদ সংস্থা সূত্রে জানা গেছে পেনসিলভেনিয়া, মিশিগান ও জর্জিয়ায় ভোটপর্বের শেষদিন অর্থাৎ ৩রা নভেম্বরের পর আসা মেল-ইন-ব্যালটের গণনা রুখতে মামলা করা হয়েছে। আর পূর্ব ঘোষিত কথা অনুযায়ী সেই মামলা করেছেন ট্রাম্পই। তাই নতুন করে ভোটগণনা করার দাবি নিয়ে আদালতে পৌঁছেছে তাঁর নির্বাচনের দায়িত্বে থাকা সংস্থা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

করোনা সংক্রমণের আশঙ্কায় এবার বেশিরভাগই পোস্টাল ভোট পড়েছে বলে জানা গেছে। গণনা কেন্দ্রে সেই ভোট পৌঁছে গেছে ডাক বিভাগের মাধ্যমে। তবে এখানেই ট্রাম্পের টিমের অনুমান, পোস্টাল ব্যালট যাঁরা দিয়েছেন, তাঁরা অধিকাংশ ডেমোক্র্যাট। তাই তাঁর দাবি, তাঁরা অনেকটাই এগিয়ে ছিলেন। আচমকা চারদিক থেকে বিডেনের ভোট আসতে শুরু করেছে। এটা সম্ভব নয়। এটা দেশের খুব বড় ক্ষতি বলেই জানিয়েছেন তিনি।

অন্যদিকে, আমেরিকার ৫০টি প্রদেশের মধ্যে রিপাবলিকান ও ডেমোক্র্যাট প্রার্থীদের ক্ষেত্রে গেম চেঞ্জার হিসেবে সামনে এসেছে ফ্লোরিডা, জর্জিয়া, পেনসিলভেনিয়া, নর্থ ক্যারোলিনা, মিশিগান ও উইসকনসিনের মতো সুইং স্টেটগুলির নাম। গতকাল ভারতীয় সময় মতে বুধবার মাঝরাতে মিশিগানে ১৬টি আসন ও উইসকনসিনে ১০টি আসন দখল করে নেন বিডেন। আর এর ফলেই ভোটের দৌড়ে অনেকটাই এগিয়ে যান তিনি।

আন্তর্জাতিক সংবাদ সংস্থার মতে, বিদেন এখনও পর্যন্ত উইসকনসিন, মিশিগান, নিউ মেক্সিকো, নিউ হ্যাম্পশায়ার, নিউইয়র্ক, ম্যাসাচুসেটস, নিউ জার্সি, মেরিল্যান্ড, ভারমন্ট, কানেক্টিকাট, ডেলাওয়ার ও কলোরাডোতে জিতেছেন। হাওয়াই, ওয়াশিংটন, ক্যালিফোর্নিয়া এবং ইলিনেও জয় হয়েছে তাঁর। এদিন তিনি বলেন, আরও একবার প্রমাণ হয়ে গেল যে, গণতন্ত্রই এ দেশের হৃদ্স্পন্দন। গত দু’দশক ধরে ঠিক যেমনটা রয়েছে। মহামারী পরিস্থিতি সত্ত্বেও আমেরিকার ইতিহাসে এ বছরই সবচেয়ে মানুষ ভোট দিয়েছেন বলেও জানিয়েছেন তিনি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!