এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > আমফানের স্মৃতি উস্কে ফের এল ঝড়, পড়ল গাছপালা, গেল বিদ্যুৎ, নাজেহাল বাংলা

আমফানের স্মৃতি উস্কে ফের এল ঝড়, পড়ল গাছপালা, গেল বিদ্যুৎ, নাজেহাল বাংলা


দুর্যোগের রেশ যেন কিছুতেই কাটছে না বাংলার উপর থেকে। কিছুদিন আগেই ভয়াবহ সাইক্লোন আমফান বয়ে গিয়েছে। যে ভয়াবহ ঘূর্ণিঝড়ের তাণ্ডবের পর কলকাতা সহ তার আশপাশের এলাকায় বড়সড় ক্ষতি হয়ে গিয়েছে। রাস্তায় বড় বড় গাছ পড়ে এখনও পর্যন্ত অনেক এলাকাতেই বিদ্যুৎ পরিষেবা বিপর্যস্ত। মানুষ গভীর সংকটে রয়েছে।

আর এই পরিস্থিতিতে দুর্যোগকে কাটিয়ে যখন প্রশাসনের পক্ষ থেকে অবস্থা স্বাভাবিক করার চেষ্টা হচ্ছে, ঠিক তখনই ফের বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টিতে কেঁপে উঠল শহর কলকাতা। সূত্রের খবর, বুধবার সন্ধ্যায় কলকাতায় ঘন্টায় 96 কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড়ের তান্ডব দেখা যায়। যার ফলে দেশপ্রিয় পার্ক, শোভাবাজার, যাদবপুর সহ বিভিন্ন এলাকায় একের পর এক গাছ ভেঙে পড়ে। রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

 

আর সম্প্রতি ভয়াবহ সাইক্লোন হয়ে যাওয়ার পর আবার কলকাতা শহরে এভাবে দুর্যোগ শুরু হওয়ায় প্রশাসনের অন্দরে তৈরি হয়েছে সমস্যা। এমনিতেই অনেক জায়গাতে এখনও পর্যন্ত বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন। সেদিক থেকে আবার এই ভয়াবহ দূর্যোগ হওয়ায় পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে যাওয়ার আশঙ্কা করছেন একাংশ। অনেকে বলছেন, আমফানের পর অনেক জায়গাতেই পানীয় জল থেকে শুরু করে বিদ্যুৎ পরিষেবা নেই।

এমতাবস্থায় প্রশাসনের পক্ষ থেকে সেই বিদ্যুৎ পরিষেবা ফেরানোর চেষ্টা করা হলেও, অনেক ক্ষেত্রে সমস্যা দেখা যাচ্ছে। মানুষ বিক্ষোভ জানাতে শুরু করেছেন। আর এই পরিস্থিতিতে আবার 96 কিলোমিটার বেগে ঝড়ের তান্ডব শুরু হওয়ায় অনেক জায়গাতেই বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। সেদিক থেকে গোদের উপর বিষফোঁড়া হয়ে যাওয়ায় প্রশাসন কিভাবে গোটা পরিস্থিতি সামাল দেয়, তার দিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!