এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > ভাঙছে একের পর এক বাঁধ, উপড়াচ্ছে গাছ, আমফানের দানবীয় তান্ডবে কার্যত দিশেহারা জনজীবন

ভাঙছে একের পর এক বাঁধ, উপড়াচ্ছে গাছ, আমফানের দানবীয় তান্ডবে কার্যত দিশেহারা জনজীবন


দানবীয় শক্তি নিয়ে বাংলার বুকে আছড়ে পড়েছে আমফান! লন্ডভন্ড হয়েছে গোটা বাংলা , কখন থামবে এই দানবীয় তাণ্ডব তার অপেক্ষায় গোটা দেশবাসী। রাত্রি হয়ে যাওয়ায় এই তান্ডবে কতটা ক্ষতিগ্রস্থ তা বোঝা যাচ্ছে না কিন্তু কাল সূর্যের আলো ফুটলেই আসল ছবি চোখে পড়বে।

এদিকে জানা যাচ্ছে, আমফানের ঝাপটায় একের পর এক নদী বাঁধ ভাঙতে শুরু করেছে। পূর্ব মেদিনীপুরের জেলিংহাম, উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জ, দক্ষিণ চব্বিশ পরগনার পাথরপ্রতিমার জি প্লট, সাগরের মৌসুনি আইল্যাণ্ডের একটি বাঁধ, নামখানার একটি বাঁধের তিনটি পয়েন্ট এবং ক্যানিংয়ে মাতলা নদীর উপর একটি বাঁধের দুটি পয়েন্ট ভেঙে গিয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বাঁধ ভেঙে জল ঢুকছে গ্রামে, আশঙ্কা সারা রাত যদি এই জল ঢুকতে থাকে তাহলে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হতে পারে। যা এই কোভিড পরিস্থিতিতে ভয়াবহ অবস্থা তৈরি করতে পারে। উড়িয়ে নিয়ে গেছে বিদ্যুতের খাঁটি। গুড়িয়ে দিয়েছে একাধিক মাটির বাড়ি , উড়ে গিয়েছে বাড়ির চাল, উপড়ে গিয়েছে গাছ।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!