এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > আমপানের থেকেও বড় বিপর্যয় বাংলার কপালে? জল্পনা বাড়াচ্ছেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়

আমপানের থেকেও বড় বিপর্যয় বাংলার কপালে? জল্পনা বাড়াচ্ছেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়


মহামারী বা দুর্যোগ, এই সময় অন্তত রাজনীতি হওয়া উচিত নয়। শাসক হোক বা বিরোধী, প্রতিটি রাজনৈতিক দলের উচিত এই সময়ে রাজনৈতিক সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে মানুষের পাশে থাকার। বর্তমানে করোনা থেকে শুরু করে ভয়াবহ দুর্যোগ আমপানের দাপটে কার্যত বিপর্যস্ত বাংলা। তবে এই সময়েও শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বারবার রাজনীতির অভিযোগ তুলতে দেখা যাচ্ছে ভারতীয় জনতা পার্টিকে।

যেখানে বিজেপি সাংসদ থেকে শুরু করে বিধায়করা বিভিন্ন জায়গায় ত্রাণ দিতে গেলেও তাদেরকে বাধা দেওয়া হচ্ছে বলেও অভিযোগ উঠছে শাসক দল এবং প্রশাসনের বিরুদ্ধে। আর এমতাবস্তায় এবার তৃণমূলের বিরুদ্ধে সরব হয়ে আমপানের পর বাংলায় আরও বড় বিপর্যয় আসতে চলেছে বলে বিস্ফোরক দাবি করলেন আসানসোলের বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়।

সূত্রের খবর, এদিন মমতা বন্দ্যোপাধ্যায় ও তার সরকারের বিরুদ্ধে রাজনীতি করার অভিযোগ তুলে বাবুল সুপ্রিয় বলেন, “মুখ্যমন্ত্রী নিজে বলছেন, রাজনীতি করবেন না। অথচ মানুষের দুর্ভোগের দিনেও ত্রাণ দেওয়া নিয়ে রাজনীতি করছে তৃণমূল। এনজিও হোক বা বিরোধী দল, বিপর্যয়ের সময় সরকারের সঙ্গেই উদ্ধার ও ত্রাণ কাজে ঝাঁপিয়ে পড়াটাই স্বাভাবিক। তাহলে এখন কেন এত বাধা! বিজেপি, সিপিএম ও কংগ্রেসের কর্মীদের ত্রাণ পৌঁছে দেওয়ার সামর্থ্য থাকলেও, কেন তাদের বাধা দেওয়া হবে? মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বিপর্যয় মোকাবিলা নিয়ে যে রাজনীতি করছে, তাতে আমপানের থেকেও বড় বিপর্যয় হতে চলেছে রাজ্যে।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন বর্ষিয়ান নেতা তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী কান্তি গঙ্গোপাধ্যায়ের কথা তুলে ধরেও তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ করেন বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী। তিনি বলেন, “বর্ষিয়ান নেতা শ্রী কান্তি গঙ্গোপাধ্যায় সুন্দরবনের মাটিতে নেমে কাজ করছেন, মানুষের পাশে দাঁড়াচ্ছেন। তার অভিজ্ঞতা ও দক্ষতাকে তো এই সময় কাজে লাগানো উচিত। কিন্তু তা না করে কেবল রাজনৈতিক কারণে কি তাকে বাধা দেওয়া উচিত!”

বস্তুত, একদিকে করোনা পরিস্থিতি এবং অন্যদিকে ভয়াবহ দুর্যোগের পরিস্থিতিতে সাধারণ মানুষের কাছে পৌঁছে যাওয়ার চেষ্টা করছেন বিজেপির জনপ্রতিনিধিরা। তবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে দিলীপ ঘোষ থেকে শুরু করে বিজেপির অন্যান্য সাংসদরা ত্রাণ দিতে গেলেও, তাদেরকে পুলিশি বাধার মুখে পড়তে হচ্ছে। যার ফলে সরব হচ্ছেন তারা। আর এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সৌজন্যেঃ রাজনীতি করছে বলে দাবি করলেও, তা সম্পূর্ণরূপে নস্যাৎ করে দিয়ে সরব হলেন বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়।

তিনি বলেন, “আমি বরাবরই মনে করি বিরোধীরা রাজনৈতিক প্রতিপক্ষ, তারা শত্রু নয়। তাই ব্যক্তিগত সম্পর্কে সৌজন্য দেখানোই দস্তুর। কিন্তু এখন ঠিক করেছি, যারা দুর্গতদের কাছে ত্রান পৌঁছে যায় না, তাদের কোনো সৌজন্য ‌দেখাব না।” সব মিলিয়ে এবার ভয়াবহ দুর্যোগের সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে রাজনীতি করার অভিযোগ তুলে রীতিমত শোরগোল ফেলে দিলেন বাবুল সুপ্রিয়‌‌।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!