এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > আমপানে দ্রুত ত্রানের ব্যবস্থা করতে বিশেষ উদ্যোগী রাজ্যপাল, মুখ্যসচিবের সঙ্গে বিশেষ বৈঠক

আমপানে দ্রুত ত্রানের ব্যবস্থা করতে বিশেষ উদ্যোগী রাজ্যপাল, মুখ্যসচিবের সঙ্গে বিশেষ বৈঠক


করোনা ভাইরাসের মধ্যেই রাজ্যে প্রবেশ ঘটে ভয়াবহ সাইক্লোন আমপানের। যে দুর্যোগের ফলে ইতিমধ্যেই বিপর্যস্ত হয়ে গিয়েছে কলকাতা ও তার পার্শ্ববর্তী জেলাগুলো। প্রভাব পড়েছে দুই মেদিনীপুরেও। ইতিমধ্যেই কেন্দ্রের পক্ষ থেকে এই ব্যাপারে আর্থিক সাহায্য করা হয়েছে।

শুধু তাই নয়, সরকারের বিভিন্ন ইস্যুতে বিরোধিতা করলেও, আমপান বিধ্বস্ত এলাকায় সাহায্যের জন্য ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে 50 লক্ষ টাকা সাহায্য করেছেন রাজ্যপাল জগদীপ ধনকর। আর এবার আমপান মোকাবিলায় রাজভবনে রাজ্যের মুখ্যসচিব রাজিব সেনার সঙ্গে বৈঠক করলেন রাজ্যপাল। সূত্রের খবর, এদিন দুই ঘণ্টা ধরে এই বৈঠকে করোনা পরিস্থিতি, আমপান দুর্যোগ এবং পরিযায়ী শ্রমিকদের বিষয়গুলো উঠে আসে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর করোনা পরিস্থিতির বিভিন্ন বিষয় তুলে ধরে এতদিন রাজ্যপাল সরকারের কটাক্ষ করলেও, এবার যেভাবে মুখ্যসচিবের সঙ্গে তিনি বৈঠক করলেন বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে, তাতে সরকারের সঙ্গে তার দূরত্ব কমতে শুরু করেছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এদিন মুখ্যসচিবের সঙ্গে বৈঠকের কথা উল্লেখ করে রাতে একটি টুইট করেন রাজ্যপাল জগদীপ ধনকর। যেখানে তিনি বলেন, “প্রায় দুই ঘণ্টা ধরে মুখ্যসচিবের সঙ্গে বৈঠক হয়েছে। করোনা, আমপান এবং পরিযায়ী শ্রমিকদের নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে যাবতীয় পদক্ষেপ এবং ক্ষতিগ্রস্তদের কাছে দ্রুত ত্রান পাঠানোর বন্দোবস্ত করার কথা বলেছি।”

আর বর্তমান পরিস্থিতিতে পশ্চিমবঙ্গে যে একের পর এক ভয়াবহ সঙ্কট চলছে, সেই মুহূর্তে রাজ্যপাল যেভাবে মুখ্যসচিবের সঙ্গে কথা বললেন, তা অনেকটাই তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। রাজ্যপাল এবং সরকারের মধ্যে এই সম্পর্ক যদি বজায় থাকে, তাহলে সমস্যা অনেকটাই কমবে বলে দাবি একাংশের। এখন আলোচনার ভিত্তিতে একে অপরের মতামতকে প্রাধান্য দিয়ে রাজ্যপাল এবং সরকার এই দুর্যোগে কাটাতে কতটা সচেষ্ট হয়, তার দিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!