এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > আম্ফান কাণ্ডে শাসকদল তৃণমূলকে তীব্র কটাক্ষ বিরোধী শিবিরের

আম্ফান কাণ্ডে শাসকদল তৃণমূলকে তীব্র কটাক্ষ বিরোধী শিবিরের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত বছরের মে মাসে আম্ফান ঝড়ের তান্ডবে তীব্র বিপাকে পড়েন বহু রাজ্যবাসী। বসত বাড়ি সহ সর্বস্ব হারিয়ে পথে নামেন তাঁরা। এরপর দীর্ঘ সময় কেটে গেছে, কিন্তু অনেকক্ষেত্রেই অবস্থা বদলায়নি ক্ষতিগ্রস্থদের। বহু ক্ষতিগ্রস্ত এখনো পর্যন্ত পাননি সরকারের সাহায্য। এমনকি অভিযোগ জানাতে গিয়েও কাটমানি দিতে হয়েছে অনেককে। এই পরিস্থিতিতে আম্ফান দুর্নীতি নিয়ে রাজ্য সরকারকে কঠোর ভাবে অভিযুক্ত করেছে একাধিক বিরোধী শিবির।

আম্ফান দুর্নীতি বিষয়ে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে কলকাতা হাইকোর্টে। এরপর হাইকোর্টের পক্ষ থেকে ক্যাগকে দিয়ে আম্ফান দুর্নীতির তদন্তের নির্দেশ দেওয়া হয়। হাইকোর্টের পক্ষ থেকে গত মাসে জানানো হয়, ক্যাগকে দিয়ে এর তদন্ত করিয়ে তিন মাসের মধ্যে এর রিপোর্ট জমা করতে হবে। সম্প্রতি আদালতের এই রায় পুনর্বিবেচনার আর্জি জানিয়ে আদালতের দ্বারস্থ হলো রাজ্য সরকার। এরপর, আম্ফান দুর্নীতিতে রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্রভাবে সরব হলেন একাধিক বিরোধী নেতারা। এমনকি আম্ফানের ত্রাণ এখনো পর্যন্ত সকলের কাছে পৌঁছাতে পারেনি, বলে স্বীকার করে নিলেন রাজ্যের জনৈক মন্ত্রী।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আম্ফান দুর্নীতি প্রসঙ্গে বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী জানালেন যে, তিনি শুনেছেন সাড়ে চার হাজার কোটি টাকা রাজ্য ব্যয় করেছে আম্ফানের ত্রাণকার্যে। সর্বদলীয় বৈঠকে তিনি জানিয়েছিলেন যে, গ্রামের পঞ্চায়েত অফিসে এর তালিকা টাঙিয়ে দিতে। মুখ্যমন্ত্রীও তাতে সম্মতি জানিয়ে ছিলেন। কিন্তু, এরপরও পঞ্চায়েত বা বিডিও অফিসে এই তালিকা টাঙিয়ে দেওয়া হয়নি। তিনি অভিযোগ করেছেন, কে সাহায্য পেয়েছে তা জানা যায়নি। যার পাওয়ার কথা নয়, সে সাহায্য পেয়েছে।

তিনি অভিযোগ করেছেন যে, সরকার যাকে সাহায্য দিতে চায়, তার ভাঙ্গাবাড়ীর ছবি তুলে তাকে সাহায্য দিয়েছে। তিনি অভিযোগ করেছেন, দরিদ্র মানুষদের দেখেও সরকারের বোধোদয় হয়নি। মুখ্যসচিবকে তিনি চিঠি দিয়েছিলেন, কিন্তু তার কোন উত্তর তিনি পাননি বলে জানালেন। এরপর আম্ফান দুর্নীতি বিষয়ে বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার তীব্র কটাক্ষ করলেন রাজ্য সরকারকে। তিনি অভিযোগ করেছেন যে, স্বয়ং মুখ্যমন্ত্রীর নেতৃত্বেই তৃণমূল কর্মীরা আম্ফানের ত্রাণের টাকা লুট করেছেন।

অন্যদিকে রাজ্যের মন্ত্রী তাপস রায় এ প্রসঙ্গে জানালেন যে, আম্ফান ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কেন্দ্রীয় সরকার যে অনুদান দিয়েছে, তা বিন্দুতে সিন্ধু। সব জায়গায় সমানভাবে ত্রাণ পৌঁছে দেওয়া এখনো সম্ভব হয়নি। তবে তিনি জানিয়েছেন যে, যুদ্ধকালীন তৎপরতায় ত্রাণ পৌছে দেবার চেষ্টা করা হচ্ছে। আম্ফান ঝড়ে গৃহহারা, ভাগ্য বিপর্যস্ত বহু মানুষের এখনও ঘুরছেন সরকারের দ্বারে দ্বারে সমস্যা সমাধানের আশায়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!