এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > আমপান ক্ষতিপূরণে টাকা নয়ছয় দিয়েছে বড়সড় শিক্ষা! দুর্নীতি রুখতে বড়সড় পদক্ষেপ মমতার প্রশাসনের

আমপান ক্ষতিপূরণে টাকা নয়ছয় দিয়েছে বড়সড় শিক্ষা! দুর্নীতি রুখতে বড়সড় পদক্ষেপ মমতার প্রশাসনের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –সম্প্রতি রাজ্যের উপর দিয়ে বয়ে গিয়েছে ভয়াবহ ঘূর্ণিঝড় আমপান। যে ঝড়ের দাপটে ব্যাপক ক্ষতি হয়েছে। প্রচুর মানুষের বাড়ি ভেঙে গিয়েছে। আর এই পরিস্থিতিতে ক্ষতিগ্রস্তদের রাজ্য সরকারের পক্ষ থেকে সাহায্য করা হচ্ছে। কিন্তু বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে, নিচুতলার পঞ্চায়েতের জনপ্রতিনিধিরা সাধারণ মানুষকে সাহায্য করা অর্থে ভাগ বসাতে শুরু করেছেন। যেখানে বেশিরভাগ ক্ষেত্রে নানা পঞ্চায়েত তৃণমূলের দখলে থাকা বেশি অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। এমনকি এর জন্য সাধারণ মানুষের তরফে বিক্ষোভ, বিরোধীদের তরফে সোচ্চার হওয়ার মত ঘটনাও সহ্য করতে হয়েছে তৃণমূল কংগ্রেসকে।

পরিস্থিতি সামলাতে এবং দুর্নীতি কমাতে তৃণমূলের পক্ষ থেকে নেতাদের শোকজ করা হচ্ছে। কিন্তু তাতেও দুর্নীতি কমছে না কিছুতেই। তাই এই পরিস্থিতিতে এবার আমপানের ক্ষতিপূরণের টাকা পাওয়া নিয়ে সিদ্ধান্ত নিল কলকাতা পৌরসভা। সূত্রের খবর, এবার থেকে আবেদন করলেই ক্ষতিপূরণ মিলবে না‌। বরঞ্চ পৌরসভার আধিকারিকরা সমস্ত কিছু সরেজমিনে খতিয়ে দেখে তারাই ঠিক করবেন যে, সংশ্লিষ্ট ব্যক্তি ক্ষতিপূরণ পাবেন কিনা।

জানা গেছে, কলকাতা পৌরনিগমের পৌর কমিশনার বিনোদ কুমারের পক্ষ থেকে ইতিমধ্যে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যেখানে জানানো হয়েছে, পৌর আধিকারিকদের ঘটনাস্থলে উপস্থিত থেকে ক্ষয়ক্ষতি পর্যবেক্ষণ করতে হবে। ক্ষয়ক্ষতি সম্পর্কে 100% নিশ্চিত হলে তবেই ক্ষতিপূরণের জন্য কারো নাম নথিভুক্ত করা যাবে। প্রতিটি এলাকায় গিয়ে সেখানে কী ধরনের ক্ষতি হয়েছে, তার ছবি তুলে ধরতে হবে। পরে প্রয়োজনে সেই ছবি পাঠালে তা যেন পেশ করার মত অবস্থায় থাকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অনেকে বলছেন ভয়াবহ দুর্যোগের টাকা নিয়ে এমন অনেক ঘটনা ঘটেছে যেখানে পঞ্চায়েতের জনপ্রতিনিধিদের নিকটাত্মীয়রা বাড়ি ক্ষতিগ্রস্ত না হওয়া সত্ত্বেও টাকা পেয়ে গিয়েছেন অর্থাৎ ক্ষতিগ্রস্তদের তালিকায় তাদের নাম ঢুকে গিয়েছে এক্ষেত্রে যারা প্রকৃত ক্ষতিগ্রস্ত তারা টাকা না পেয়ে তাদের বাড়ির কোনো ক্ষতি হয়নি তারা কেন টাকা পেলেন তা নিয়ে নানা মহলে প্রশ্ন তৈরি হয়েছে। পরিস্থিতি সামাল দিতে অনেক পঞ্চায়েতের জনপ্রতিনিধিরা দাবি করেছেন, ভুলবশত এই তালিকায় তাদের নাম ঢুকিয়ে দেওয়া হয়েছে। কিন্তু বাস্তবে তালিকায় শুধু নাম ঢোকালেই যে টাকা পাওয়া যায় না, তা প্রত্যেকেই জানে।

কেননা তার সাথে ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর দিতে হয়। সেক্ষেত্রে তাদের ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর কি করে পঞ্চায়েতের কাছে গেল এবং কি করে তারা টাকা পেলেন, তা নিয়ে একটা বড় প্রশ্ন রয়েই গেছে। আর এই পরিস্থিতিতে যখন তৃণমূলের পক্ষ থেকে কড়া বার্তা দেওয়া হচ্ছে, ঠিক তখনই কিছুতেই পরিস্থিতিতে লাগাম টানতে না পেরে এবার সরেজমিনে পরিদর্শন করে ক্ষতিপূরণের টাকা দেওয়ার উদ্যোগ কলকাতা পৌরসভা। অর্থাৎ এক্ষেত্রে দুর্নীতিকে আটকাতেই যে পৌরসভার এই উদ্যোগ, সেই ব্যাপারে নিশ্চিত বিশেষজ্ঞরা।

তবে অনেকে বলছেন, এর ফলে আদৌ কি পরিস্থিতি আয়ত্তে আসবে? কেননা খোদ মমতা বন্দ্যোপাধ্যায় যখন তার দলকে কড়া বার্তা দিয়ে দূর্নীতি না করার জন্য নির্দেশ দিচ্ছেন, সেখানে অনেকেই বারবার সেই দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে পড়ছেন। যার ফলে অস্বস্তিতে পড়েছে শাসকদল। তবে এবার কলকাতা পৌরসভার পক্ষ থেকে ক্ষতিপূরণের টাকা সরেজমিনে দেখার পর দেওয়া হবে বলে জানানো হলেও, আদৌ তা কতটা স্বচ্ছভাবে হয়, তা নিয়ে প্রশ্ন তুলছে বিরোধীরা।

তাদের বক্তব্য, তৃণমূলের বড়-ছোট মেজ নেতারা ক্ষতিপূরণের টাকা পাওয়ার জন্য এখন পৌরসভার আধিকারিকদের সঙ্গে হাতে হাত মিলিয়ে সেই টাকা আত্মসাৎ করবেন‌। এতে পরিস্থিতির কোনো উন্নতি হবে না। আদতে বঞ্চিত হবেন সাধারন মানুষ। এখন গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, পৌরসভার পক্ষ থেকে ভয়াবহ দুর্যোগের ক্ষতিপূরণ নিয়ে দুর্নীতি বন্ধ করতে এই কড়া পদক্ষেপ নেওয়া হলেও তা কতটা সাফল্য পায়, তার দিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!