এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বাংলা আমফান মোকাবিলায় তৈরী, নবান্নে খোলা হলো কন্ট্রোল রুম, জেনে নিন নম্বর

বাংলা আমফান মোকাবিলায় তৈরী, নবান্নে খোলা হলো কন্ট্রোল রুম, জেনে নিন নম্বর


বাংলার দিকে ক্রমশ এগিয়ে আসছে ঘুর্নিঝড় আমফান। আগে থেকে এই খনৰ সামনে আসায় এর মোকাবিলা করতে অনেকটাই তৈরী হয়েছে নবান্ন। জানা যাচ্ছে নবান্নে ও পুরসভায় খোলা হয়েছে বিশেষ কন্ট্রোল রুম। রয়েছে হেল্প-লাইন নম্বরও।

নেওয়া হয়েছে বিশেষ ব্যাবস্থা। পুরকর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে বিপর্যয় মোকাবিলা দলকেও। তাছাড়া ২৪ ঘণ্টা চালু থাকবে কন্ট্রোল রুমও আর তার তদারকি করবেন খোদ মেয়র ফিরহাদ হাকিম নিজে। যাতে কোনো গোলযোগ না হয় সেই কারণেই তিনি এই দ্বায়িত্ব নিজে হাতে তুলে নিয়েছেন বলে জানা গেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা যাচ্ছে ক্ষতিগ্রস্ত হবার সম্ভাবনা রয়েছে সুন্দরবন, সাগরদ্বীপ, দিঘা সহ গোটা উপকূল এলাকা।কাকদ্বীপ, সহ একাধিক এলাকা থেকে সরানো হয়েছে সাধারণ মানুষকে। খোলা হয়েছে কন্ট্রোলরুম।

এছাড়া দক্ষিণ ২৪ পরগণা জেলার উপকূলবর্তী ব্লক এলাকায় প্রায় ৩০০ টি ফ্লাড সেন্টারকে তৈরি রাখা হয়েছে। এছাড়া , বন দফতর, পুলিশ কর্মীদের, সেচ দফতরকেও যে কোনো পরিস্থিতিতে মোকাবিলা করার জন্য তৈরী থাকতে বলা হয়েছে।

মানুষকে সাহায্যের জন্য খোলা হয়েছে সরকারি কন্ট্রোল রুম। নম্বর- ২২১৪-৩৫২৬( 2214-3526) ২২১৪-১৯৯৫( 2214-1995) এবং টোল ফ্রি নম্বর হলো – ১০৭০( 1070)। অন্যদিকে, পুরসভার কন্ট্রোল রুমের ফোন নম্বরগুলি হল ০৩৩-২২৮৬ ১০৩ ১, ০৩৩-২২৮৬ ১২১২, ০৩৩-২২৮৬ ১৩১৩, ০৩৩-২২৮৬ ১৪১৪

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!