এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বাংলাদেশের পথে আমফান, নবান্নে সাংবাদিক বৈঠকে মমতা , কি বললেন জেনে নিন

বাংলাদেশের পথে আমফান, নবান্নে সাংবাদিক বৈঠকে মমতা , কি বললেন জেনে নিন


আমফান বাংলাদেশের পথে, নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি জানালেন যে, দক্ষিণ এবং উত্তর ২৪ পরগনা প্রায় ধ্বংস হয়ে গিয়েছে। প্রচুর ঘরবাড়ি ভাঙার সঙ্গে সঙ্গে প্রাণহানির ঘটনাও ঘটেছে। তবে এখনই সংখ্যাটা বলা যাবে না। এর মধ্যেই ১০-১২ জনের মৃত্যুর খবর পাওযা গিয়েছে।

আমরা খুবই স্তম্ভিত, খুব খারাপ লাগছে। এতবড় একটা ডিজাস্টার হয়েছে, আমরা শকড। দক্ষিণবঙ্গ প্রায় ৯৯ শতাংশ শেষ হয়ে গিয়েছে। আফটার শক তো থাকেই, ফলে এখনই সব মিটছে বলে মনে করা হচ্ছে না। এটা এখনো মাঝরাত পর্যন্ত চলবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সাথেই তিনি কেন্দ্রের উদেশ্যে বলেন, কেন্দ্রের কাছে আবেদন থাকবে, পলিটিক্যালি দেখবেন না, মানবিক ভাবে দেখুন। পাঁচ লক্ষ মানুষকে সরাতে পেরেছি। বিদ্যুত্‍ নেই, জল নেই, পুকুর, চাষের জমি সব শেষ হয়ে গেলো।পরিস্থিতি কিছুটা শান্ত হলেও, এখনও বিপদ কাটেনি তাই সতর্ক থাকতে হবে।

চিন্তা করবেন না ধ্বংসের হাত থেকে উন্নয়নের পথে আবার সবাইকে শামিল করে একসঙ্গে কাজ করব। উই ক্যান ওভারকাম দ্য ডিজাস্টার, উইথ ইয়োর ব্লেসিংস অ্যান্ড উইথ ইওর সাপোর্ট। আমাদের অফিসের অর্ধেক ভেঙে গিয়েছে। কয়েক হাজার টাকার ক্ষতি হয়ে গেল, লাখও ছাড়াতে পারে।
কত যে বাড়ি, নদী বাঁধ ভেঙে গিয়েছে, খেত থেকে সব সর্বনাশ হয়ে গিয়েছে তার ইয়াত্তা নেই।
সংখ্যাটা এখুনি বলা যাবে না, ১০-১২ জনের মৃত্যুর খবর পেয়েছি। গোটা ধ্বংসের চিত্র বুঝতে ১০-১২ দিন লেগে যাবে, এক দিনে কিচ্ছু হবে না।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!