এখন পড়ছেন
হোম > অন্যান্য > আবহাওয়া > আমফান, নিভার অতীত , আতঙ্ক বাড়িয়ে এলো আসছে আরো ভয়ঙ্কর ঘূর্ণিঝড় ‘অর্ণব’

আমফান, নিভার অতীত , আতঙ্ক বাড়িয়ে এলো আসছে আরো ভয়ঙ্কর ঘূর্ণিঝড় ‘অর্ণব’


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একের পর এক ঘূর্ণিঝড়ের খবরে সাধারণ মানুষ এই মুহূর্তেই বিপর্যস্ত। একে তো করোনার সাথে লড়াই, তার ওপর প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে লড়াই চলছে মানুষের। এই দুইয়ের সাঁড়াশি চাপে সাধারণ মানুষের পরিস্থিতি এখন যথেষ্ট উদ্বেগজনক হয়ে দাঁড়িয়েছে। আমফানের পর সম্প্রতি ঘূর্ণিঝড় নিভার আছড়ে পড়েছিল তামিলনাড়ু উপকূলে। তারপর বুরেভিও এসেছে। কিন্তু এবার আবার আসছে নতুন ঘূর্ণিঝড় ‘অর্ণব’। ইতিমধ্যেই এই ঘূর্ণিঝড় শক্তি বাড়িয়ে চলেছে বলে জানা যাচ্ছে। আবহাওয়া সূত্রের খবর, তামিলনাড়ু উপকূলেই আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ খুব শীঘ্রই। আবহাওয়াবিদরা মনে করছেন, এ বছরে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার পরিমাণ অন্যান্য বছরের তুলনায় অনেক বেশি।

একের পর এক ঘূর্ণিঝড় তামিলনাড়ু উপকূলের দিকে এগিয়ে এসে আছড়ে পড়ছে। ‘অর্ণব’ নামক এই ঘূর্ণিঝড়টি এখন শক্তি বৃদ্ধি করে তামিলনাড়ু উপকূলে আছড়ে পড়ার প্রস্তুতি নিচ্ছে বলে জানা যাচ্ছে। তবে এখনই এই ঘূর্ণিঝড়ের প্রকৃতির কিংবা কখন এই ঘূর্ণিঝড় হবে, তা নিয়ে বিশেষ কিছু জানা যায়নি। তবে তামিলনাড়ুর উপকূলীয় অঞ্চলে সম্প্রতি নিভার আছড়ে পড়ার পর নতুন আরেকটি ঘূর্ণিঝড়ের অপেক্ষায় রয়েছে সেখানকার মানুষ। অপেক্ষা জনজীবন বিপর্যস্ত হওয়ার। প্রসঙ্গত, মায়নমার, ইরান, ওমান, পাকিস্তান, কাতার এবং সৌদি আরবের মতো ১৩ টি বিভিন্ন দেশ 169 টি নামের একটি তালিকা তৈরি করেছে।

ঘূর্ণিঝড়ের নাম অনুযায়ী আগত ঘূর্ণিঝড়টির নাম ঠিক হয়েছে ‘অর্ণব’। আপাতত ঘূর্ণিঝড় ‘অর্ণবের’ ওপর নজর রাখা হয়েছে। এটি কি অন্যান্য ঘূর্ণিঝড় এর থেকেও আরও শক্তিশালী আকার ধারণ করবে, নাকি শুধুমাত্র ভারী নিম্নচাপের আকার নেবে, তা জানার জন্য চলছে সময়ের অপেক্ষা। গত বৃহস্পতিবার বেলা 11 টা নাগাদ শ্রীলঙ্কার মাটিতে আছড়ে পড়েছিল ঘূর্ণিঝড় বুরেভি। তান্ডব চালানোর পর সেই ঝড় তামিলনাড়ুর দিকে ঘুরে যায়। তবে এই ঝড় নিভারের মতন অত ভয়ঙ্কর ছিলনা বলেই মনে করছেন আবহাওয়াবিদরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে বুরেভির জেরে দক্ষিণ তামিলনাড়ুর দক্ষিণ তামিলনাড়ুর রামানাথাপুরম, থুঠুকুড়ি, তিরুনেলভেলি, কন্যাকুমারী, তেনকাশী, বিরুধুনগর, থেনি, মাদুরাই এবং শিবগঙ্গা জেলা এবং দক্ষিণ কেরালার থিরুভনন্তপুরম, কোল্লাম, পাঠানমথিত্তা, ইঢ়ুক্কি এবং আলাপুঝা জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়। একইসঙ্গে উত্তর তামিলনাডু়, পুদুচেরি, মাহে, কারাইকল, উত্তর কেরালা, উপকূলবর্তী অন্ধ্রপ্রদেশ এবং লাক্ষ্মাদ্বীপে বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয় বুরেভির ফলে। এই ঘূর্ণিঝড়ের ফলে সমুদ্রের জল প্রায় 1 মিটার উঁচুতে উঠে গিয়েছিল। পাশাপাশি অপেক্ষাকৃত নীচু এলাকাগুলিতে বন্যার আশঙ্কা দেখা দিয়েছিল।

বুরেভির জেরে মান্নার উপসাগরে এবং দক্ষিণ তামিলনাড়ু, পশ্চিম শ্রীলঙ্কা ও কোমরিন অঞ্চলেও সমুদ্র উত্তাল ছিল। লক্ষ্মাদ্বীপ এবং মালদ্বীপ ও বঙ্গোপসাগরের দক্ষিণ-পশ্চিম দিকেও সমুদ্র উত্তাল হয়ে উঠেছিল, যা দেখে মৎস্যজীবীদের জন্য সমুদ্রে মাছ ধরতে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল । তবে ‘অর্ণব’ কতটা ভয়ঙ্কর হয়ে উঠবে, তা নিয়ে অবশ্য এখনও পরিষ্কার কিছু বোঝা যাচ্ছেনা। তার জন্য অপেক্ষা করতে হবে আরও বেশ কিছুটা সময়। তবে সমুদ্র উপকূলবর্তী বাসিন্দাদের সাবধানতা অবলম্বন করে যে সরিয়ে নেওয়া হবে সে কথা জানা গিয়েছে। তবে মাত্র সপ্তাহখানেকের মধ্যে যেভাবে ঘনঘন ঘূর্ণিঝড় তৈরী হচ্ছে, তা নিয়ে কিন্তু রীতিমতো চিন্তায় আবহাওয়াবিদরা।

আপনার মতামত জানান -

 

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!