এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > আমফান বিধস্ত বাংলায় এবার শোভন -সুব্রত- ফিরহাদের বাকযুদ্ধে উতপ্ত রাজ্য রাজনীতি

আমফান বিধস্ত বাংলায় এবার শোভন -সুব্রত- ফিরহাদের বাকযুদ্ধে উতপ্ত রাজ্য রাজনীতি


৭২ ঘণ্টা পার হয়েছে , বাংলার বুকে ধ্বংসলীলা চালিয়ে বিদায় নিয়েছে আমফান। কিন্তু এখনও প্রায় প্রতিটি প্রান্তে রয়ে গিয়েছে তার ক্ষতচিহ্ন। যা মেরামতিতে লাগছে দীর্ঘ সময় উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ অংশের পাশাপাশি বিদ্যুত্‍ পরিষেবা বিপর্যস্ত কলকাতায়। জল সরবরাহেও ব্যাপক ঘাটতি। যা ঘিরে কলকাতা সহ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন জায়গায় চলেছে বিক্ষোভ। সেই সব সামাল দিতেই নাজেহাল প্রশাসন। এবার নেত্রীর অস্বস্তি বাড়িয়ে মুখ খুললেন তাঁর প্রাক্তন সৈনিক ও বর্তমান বিজেপি নেতা শোভন চ্যাটার্জী।

প্রাক্তন মেয়র এদিন বর্তমান মেয়র ফিরহাদ হাকিমের দিকেই আঙ্গুল তুললেন। তিনি শনিবার পুরসভার ব্যর্থতার দিকেই অভিযোগের আঙুল তুলেছেন। এ দিন তিনি বলেন, ”রোগী ভেন্টিলেশনে চলে যাওয়ার পরে চিকিত্‍সা শুরু হচ্ছে। পুরসভা হয়তো এর গুরুত্ব বুঝতে পারেনি। আমপানের মোকাবিলায় যা যা করণীয় ছিল, তাতে ঘাটতি রয়েছে।” যা ঘিরেই শুরু হয়েছে জোর জল্পনা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এবার শোভনকে পাল্টা দিতে মাঠে নামলেন ফিরহাদ হাকিম। শোভনবাবুর বক্তব্যের প্রতিক্রিয়ায় ফিরহাদ বলেন, ”১৭৩৭ সালের পরে এত বড় বিপর্যয় কলকাতায় আর হয়নি। শহরকে সচল ও পুনর্গঠন করাই এখন আমাদের মূল কাজ। কে কী বললেন, তার উত্তর দেওয়ার প্রয়োজন নেই। দু’তিন দিনেই শহরবাসী পুরসভার ভূমিকা দেখতে পাবেন।”

অন্যদিকে শোভনবাবুর মন্তব্যের পাল্টা দিয়েছেন রাজ্যের মন্ত্রী এবং আরও এক প্রাক্তন মেয়র সুব্রত মুখোপাধ্যায়। শোভনবাবুকে একহাত নিয়ে বলেছেন, ”আমার আমলে এত বড় ঝড় হয়নি। শোভনের সময়ে এ ধরনের ঝড় তো দূর, জোরে বাতাসও বয়নি।”

প্রাক্তন মেয়র সুব্রতবাবু অবশ্য বলেন, ”প্রকৃতি বিরুদ্ধে গেলে কিছু করার থাকে না। এত বড় শহর লন্ডভন্ড। পুরসভাকে দ্রুত কাজ করতে হবে।” বিক্ষোভ প্রসঙ্গে তিনি বলেন, ”জল ও বিদ্যুতের মতো প্রয়োজনীয় জিনিস না-মিললে ধৈর্যের বাঁধ ভেঙে যাওয়াটা অস্বাভাবিক কিছু নয়। এটা পুর প্রশাসনের কাছে শিক্ষণীয়।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!