এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > আমপানের টাকাতেও তৃণমূল নেতাদের কাটমানি? বিস্ফোরক অভিযোগে ঘুম উড়ছে ঘাসফুল শিবিরের

আমপানের টাকাতেও তৃণমূল নেতাদের কাটমানি? বিস্ফোরক অভিযোগে ঘুম উড়ছে ঘাসফুল শিবিরের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সুশাসনের বার্তা দিয়ে 2011 সালে ক্ষমতায় এসেছিল তৃণমূল কংগ্রেস। সকলেই আশা করেছিলেন, দুর্নীতিকে বন্ধ করে উন্নয়নের মধ্যে দিয়ে রাজ্যকে এগিয়ে নিয়ে যাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। অনেক ক্ষেত্রে মানুষের সেই আশা পূর্ণ করেছে রাজ্যের বর্তমান শাসকদল। কিন্তু দুর্যোগের সময় মানুষের সাহায্যের জিনিস যে তৃণমূল নেতাদের ঘরে ঘরে পৌঁছে যাবে, তা বিশ্বাস করতে পারেননি কেউ।

সম্প্রতি বাংলা দেখেছে ভয়াবহ দুর্যোগ আমপানের দাপট। যার পরবর্তীকালে সরকারের পক্ষ থেকে এই ঝড়ের ফলে ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়ানোর জন্য আর্থিক সাহায্যের কথা ঘোষণা করা হয়েছে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই অভিযোগ উঠেছে, তৃণমূলের স্থানীয় নেতারা এই ভয়াবহ দুর্যোগের টাকা নিজেদের পকেটে পুরছেন। আর নিচুতলার নেতাদের এই দুর্নীতির খবর পৌঁছে গিয়েছিল তৃণমূলের অন্দরমহলে।

যার ফলস্বরুপ ভিডিও কনফারেন্সে দলের জেলা নেতাদের সঙ্গে বৈঠকে এই ব্যাপারে সকলকে সতর্ক করে দিয়েছিলেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্যোগের মানুষকে সাহায্য করার ক্ষেত্রে কোন রকম দুর্নীতি বরদাস্ত করা হবে না বলে জানিয়ে দিয়েছিলেন তিনি। আশা করা হয়েছিল, এবার হয়ত নেতারা শুধরে যাবেন। কিন্তু ভালো কাজ হোক বা দুর্নীতি, যদি কোনো একটা বিষয় মানুষের অভ্যাসে পরিণত হয়ে যায়, তাহলে সেখান থেকে চট করে বেরোনো মুস্কিল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এক্ষেত্রেও হয়ত বা অনেক তৃণমূল নেতার কাছে এই বিষয়টি তেমন হয়েই দাঁড়িয়েছে। তাই ওপরমহল থেকে দুর্নীতি বন্ধ করার ব্যাপারে কড়া বার্তা দেওয়া হলেও, এবার জলঙ্গির ফরিদপুর গ্রাম পঞ্চায়েতে এক তৃণমূল সদস্যের বিরুদ্ধে ভয়াবহ দুর্যোগের টাকায় ভাগ বসানোর অভিযোগ উঠেছে। যেখানে তৃণমূলের এক সদস্য ফুলসুরা বিবি ক্ষতিপূরণের টাকা মানুষকে দেওয়ার ক্ষেত্রে কাটমানি চেয়ে বসেছেন বলে অভিযোগ।

জানা গেছে, জলঙ্গির কলিকাহারা গ্রামের টিনের চাল যুক্ত বাড়ি সাহানারা বেওয়ার। ঝড়ের দাপটে তার বাড়ি সম্পূর্নরুপে ক্ষতিগ্রস্ত। আর তার বাড়ি তৈরিতে কাটমানি নেওয়ার যে অভিযোগ উঠেছে, তা এখন নয়া চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এদিন এই প্রসঙ্গে সাহানারা বেওয়ারা বলেন, “পঞ্চায়েত সদস্য ফুলহারা বিবি ক্ষতিপূরনের কুড়ি হাজার টাকা অর্ধেক কেটে নিয়েছেন।” যদিও বা এই প্রসঙ্গে তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ফুলসুরা বিবি।

তিনি বলেন, “অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন, রাজনৈতিক ষড়যন্ত্রের কারনেই এমন অভিযোগ তোলা হচ্ছে আমার বিরুদ্ধে।” এদিকে এই ব্যাপারে ইতিমধ্যেই সিপিএম এড়িয়া কমিটির সম্পাদক ইমরান হোসান বলেন, “আমাদের কাছেও অনেকে এসে বলেছেন, তৃনমূল নেতাদের এই কাটমানি নেওয়ার ঘটনা।

কিন্তু শাসকের ভয়ে কেউ লিখিত অভিযোগ করতে রাজি হচ্ছে।” তবে কিছুটা চাপে পড়েই ওই ঘটনার‌ তদন্ত করা হবে বলে জানিয়েছেন জলঙ্গি ব্লক তৃনমূলের সভাপতি রাকিবুল ইসলাম। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, তৃনমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নতুন কিছু নয়। দলের পক্ষ থেকে বারবার সতর্ক করা সত্ত্বেও, যেভাবে তৃনমূল জনপ্রতিনিধিদের বিরুদ্ধে এবারেও অভিযোগ উঠল, তাতে শাসকদলের অস্বস্তি অনেকটাই বাড়ল বলে মনে করছে বলে মত বিশেষজ্ঞদের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!