এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > “আমি ব্যক্তিগত শত্রুতায় বিশ্বাস করি না, দল বাঁচলে আমরা থাকব।”- ফের বিস্ফোরক মদন

“আমি ব্যক্তিগত শত্রুতায় বিশ্বাস করি না, দল বাঁচলে আমরা থাকব।”- ফের বিস্ফোরক মদন


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট – সম্প্রতি নাম না করে দলের শীর্ষ নেতৃত্বের একাংশের বিরুদ্ধে বক্তব্য রেখে যথেষ্ট বিতর্ক বাধিয়ে দিয়েছিলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। আজ ডোমজুড় থেকে আবার বেশ কিছু তাৎপর্যপূর্ণ বক্তব্য রাখলেন মদন মিত্র। যেখানে তিনি জানালেন, ব্যক্তিগত শত্রুতাতে তিনি বিশ্বাস করেন না। দল বাঁচলেই তারা থাকবেন। দল যা করবে তিনি তার সঙ্গে আছেন।

আজ ডোমজুড়ে রক্তদান শিবির ও স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছিল। যেখানে উপস্থিত হয়েছিলেন মদন মিত্র। যেখানে গিয়ে তিনি জানালেন, রাজনীতিতে সত্যি কথা বলাটা যারা দল বিরোধী বলে মনে করেন, তিনি তাদের মধ্যে পড়েন না। রাজনীতিতে যিনি সত্যি কথা বলতে পারেন, তিনিই সত্যিকারের দলের পক্ষে কথা বলেন। ডোমজুড়ে তার অনেক স্মৃতি আছে। ইতিহাস কখনো মিথ্যা কথা বলে না। ইতিহাস সত্য কথাই বলে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তাঁর মনে আছে রাজীব বন্দ্যোপাধ্যায় যখন দল ছেড়ে দিয়েছিলেন, তখন রাজীব বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্টরা তাঁকে অনুরোধ করেন, একবার তিনি বলুন। তিনি বললে রাজীব বন্দ্যোপাধ্যায় তাঁর কথা ফেলতে পারবেন না। এরপর তিনি রাজীব বন্দ্যোপাধ্যায়কে ফোন করেছিলেন। তিনি বলছিলেন, তিনি হলেন তাঁর বড় ভাই। তার ভালো চান, তার মঙ্গল চান। আরো বেশি করে রাজনীতিতে এগিয়ে যান রাজীব বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেস তাঁকে যা দিয়েছে, তা ভগবান, আল্লা ছাড়া আর কেউ তা দিতে পারবে না

তবে, রাজীব বন্দ্যোপাধ্যায় তাঁর কথা শোনেন নি। তবে ব্যক্তিগত শত্রুতাতে তিনি বিশ্বাস করেন না। আবার দল তাকে গ্রহণ করেছে। দল এখন তাকে ত্রিপুরায় পাঠিয়ে দিয়েছে। তাঁরা সকলেই এক। তাদের নেত্রী একজনই, তিনি হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, রাজীব বন্দ্যোপাধ্যায় ঘরের লোক ছিলেন। ঘরের লোক একবার বেরিয়ে গিয়ে আবার যদি ফিরে আসেন তাহলে কষ্টটা বেশী হয়। এরপরই তিনি জানালেন, দল বাঁচলেই তারা থাকবেন। দল যা করবে তিনি তার সঙ্গে আছেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!