“আমি চাইব, মুখ্যমন্ত্রী প্রেস রিলিজ করুক” কোন ইস্যুতে এমন বললেন শুভেন্দু ! বিজেপি রাজনীতি রাজ্য March 2, 2023 প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে একাধিক বিষয়ে যথেষ্ট চাপে রয়েছে রাজ্যের শাসক শিবির তৃণমূল কংগ্রেস। আর এই পরিস্থিতিতে পক্ষ থেকে আইনজীবী সঞ্জয় বসুর বাড়িতে তল্লাশি চালানো হচ্ছে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি, এই সঞ্জয় বসু সরকারের একাধিক গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। তাই সেই বিষয়ে প্রেস রিলিজ করে অবস্থান স্পষ্ট করুন মুখ্যমন্ত্রী। স্বভাবতই বিরোধী দলনেতার এই দাবিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে রাজ্য রাজনীতিতে। সূত্রের খবর, এদিন এই ব্যাপারে শুভেন্দু অধিকারীকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে রাজ্যের বিরোধী দলনেতা বলেন, “আমি ইডির পদক্ষেপ নিয়ে কিছু বলতে পারব না। তারা তাদের কথা জানাবে। কিন্তু আমি বিরোধী দলনেতা হিসেবে যতটুকু খবর পেয়েছি যে, এই সঞ্জয় বসু সরকারের একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। তাই তার বিষয়ে সোশ্যাল সাইডে বা প্রেস রিলিজ করে সরকারের অবস্থান স্পষ্ট করুন মুখ্যমন্ত্রী।” অর্থাৎ এই বক্তব্যের মধ্যে দিয়ে কার্যত সরকারের চাপ বাড়িয়ে দিলেন শুভেন্দুবাবু বলেই মনে করছেন একাংশ। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের। আপনার মতামত জানান -