এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > “আমি একা জিতে তো সরকার গঠন করতে পারব না। ২৯৪-এর মধ্যে ২০০ ন্যূনতম চাই। আমাদের ২০০ আসন পার করতে হবে।” – মুখ্যমন্ত্রী

“আমি একা জিতে তো সরকার গঠন করতে পারব না। ২৯৪-এর মধ্যে ২০০ ন্যূনতম চাই। আমাদের ২০০ আসন পার করতে হবে।” – মুখ্যমন্ত্রী


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গতকাল কোচবিহার শহরে জনসভা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ সেখানে পাল্টা সভা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সভা থেকে বিজেপির বিরুদ্ধে একহাত নিলেন মুখ্যমন্ত্রী। সেইসঙ্গে বিধানসভা নির্বাচনে তৃণমূলকে ভোট দেয়ার আর্জি জানালেন তিনি। তিনি জানালেন, তৃণমূল শাসনকালে কোচবিহারের ব্যাপক উন্নয়ন ঘটেছে। জনতার উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী জানান, একা জিতে তিনি সরকার গঠন করতে পারবেন না। ২৯৪ টির মধ্যে অন্তত ২০০ টি আসন তাঁর চাই। অন্তত ২০০ টি আসন বার করতে হবে তৃণমূলকে।

মুখ্যমন্ত্রী জানালেন, তাঁর একা জিতে কোন লাভ নেই। তাঁর ভোট হয়ে গেছে। তিনি জিতবেনই। মুখ্যমন্ত্রী জানান, তিনি যেখানেই দাঁড়াবেন, সেখানেই তিনি জিতবেন। এখানেও যদি তিনি দাঁড়ান, তবে মানুষ তাঁকে ভোট দেবেন। কিন্তু তিনি একা জিতে সরকার গঠন করতে পারবেন না। ২৯৪ টির মধ্যে কমপক্ষে ২০০ টি আসন চাই। ২০০ টি আসন বার করতে হবে তৃণমূলকে। তৃণমূল জিতলে তফশিলি জাতি, উপজাতি সম্প্রদায়ের মেয়েদের ১০০০ টাকা করে ভাতা দেওয়া হবে। অন্য ক্যাটাগরিতে যারা তাদেরকে দেয়া হবে ৫০০ টাকা।

মুখ্যমন্ত্রী জানালেন, তাঁকে শাসন করলে, তিনি তাকে পাল্টা শাসন করবেন। কিন্তু শোষণ করবেন না। বন্দুক নিয়ে লোকজনকে মারবেন না। বোমাও মারবেন না। মানুষকে তিনি বোঝাবেন যে, তার একটা ভোটের দাম বন্দুক বা বোমার দামের চেয়ে অনেক বেশি। কিন্তু কেউ যদি দুষ্টুমি করে, তবে তাকে দুটো থাপ্পর দেওয়া ভালো।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তিনি অভিযোগ করেছেন, মেয়েরা যাতে ভোট দিতে না পারে, সেজন্য গ্রামে-গ্রামে কেন্দ্রীয় বাহিনী এসে দাঁড়িয়েছে। বলছে যে, ভোট দেওয়া যাবেনা। ব্যাপক মারধর করা হয়েছে সুজাতা মন্ডলকে। বাঁশ দিয়ে তাকে পেটানো হয়েছে। বুথ সভাপতিকে খুন করা হয়েছে। আরামবাগে এখন পুলিশ কী করছে? তার দিকে নজর রাখছেন তিনি। আরামবাগের ওসির উপর নজর রাখা হচ্ছে।

তিনি জানালেন, বিনয় বর্মণের বিরুদ্ধে যিনি দাঁড়িয়েছেন, তিনি খুনের অভিযোগে জেলে ছিলেন। তিনি জানান, পদাতিক এক্সপ্রেস থেকে শুরু করে উত্তরবঙ্গ এক্সপ্রেস, শতাব্দী এক্সপ্রেস, কামাখ্যা এক্সপ্রেস সমস্তই তাঁর করে দেওয়া। বাংলাদেশের সঙ্গে তিনি কথা বলে ছিটমহল করেছেন। এনপিআর, এনআরসির নাম করে ১৪ লক্ষ বাঙালিকে ভোটার লিস্ট থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে।

মুখ্যমন্ত্রী জানালেন, বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে যে নারায়নী ব্যাটেলিয়ান করে দেয়া হবে। কিন্তু বিজেপি তা করেনি। তিনি জানালেন, ভোটের পর এসব করে দেয়া হবে বলে মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে বিজেপি। আরটিআই করে জানা গেছে যে, নারায়ণী সেনা তৈরি করার কোনো প্রস্তাব কেন্দ্রের কাছে নেই।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!