এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > “আমি খুবই আত্মবিশ্বাসী। বিগত দফার ভোটে আমি যা জানতে পেরেছি, তাতে আমরাই জিতছি।” – ভোটদানের পর আত্মবিশ্বাসী অভিষেক

“আমি খুবই আত্মবিশ্বাসী। বিগত দফার ভোটে আমি যা জানতে পেরেছি, তাতে আমরাই জিতছি।” – ভোটদানের পর আত্মবিশ্বাসী অভিষেক


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  আজ সকাল সকাল নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলেন তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোটদানের পরেই যথেষ্ট আত্মবিশ্বাসী বক্তব্য রাখতে দেখা গেল তাঁকে। গণমাধ্যমের সামনে তিনি জানালেন যে, তিনি যথেষ্ট আত্মবিশ্বাসী। বিগত দফার ভোট থেকে যা তিনি জানতে পেরেছেন, তাতে তাঁরাই জিতছেন। মানুষের সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি। রাজ্যের স্পন্দন তিনি অনুভব করতে পারছেন।

আজ ভবানীপুর মিত্র ইনস্টিটিউট ভোটদান কেন্দ্রে গিয়ে ভোটদান করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোটদানের পর অভিষেক বন্দ্যোপাধ্যায় জানালেন, অনেকগুলি দফা হয়ে গেছে, আজ তাঁরা সপ্তম দফায় এসেছেন। ২৩০ টি আসনে ভোট হয়ে গেছে। তিনি তাঁর জ্ঞান ও অভিজ্ঞতা থেকে যা জানতে পারছেন, সেই ফলাফলে তিনি অনেকটা আত্মবিশ্বাসী। অভিষেক বন্দ্যোপাধ্যায় জানালেন, তৃণমূল আবারো জিতছে, মমতা বন্দ্যোপাধ্যায় আবারো ফিরে আসছেন ২ থেকে ৩ সংখ্যাগরিষ্ঠ আসনে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অভিষেক বন্দ্যোপাধ্যায় জানালেন, তিনি আশ্বস্ত করতে পারেন যে, তৃণমূলই জিতছে। এখন শুধু সংখ্যা বাড়ানোর দফা। কিভাবে তৃণমূলের আসন সংখ্যা বাড়ানো যায়? সেদিকে নজর থাকছে। গণদেবতা মানুষের ওপর আস্থা রয়েছে তৃণমূলের। এরপর নির্বাচন কমিশনের বিরুদ্ধে একাধিক তোপ দাগলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

তিনি জানালেন, মানুষ মারা যাচ্ছেন, কিন্তু নির্বাচন কমিশন এই অবস্থাতেও আট দফাতেই ভোট করাচ্ছে। শুধুমাত্র একটি দলকে সুবিধা দিতেই এমনটা করছে। তিনি কটাক্ষ করলেন, বিজেপি অভিযোগ করছে, তার অর্থ হলো বিজেপি হারছে। নির্বাচন কমিশনের একটি রাজনৈতিক দলকে সুবিধা করে দেওয়ার জন্য এমন ভূমিকা পালন আগে কেউ কখনো দেখেনি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!