এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > “আমি মালদায় প্রতিবার আসি আপনাদের দেখে ভালো লাগে, কিন্তু ফিরে গিয়ে দেখি মালদায় আমরা জিরো । বিধানসভা তেও লোকসভাতেও।”- মুখ্যমন্ত্রী

“আমি মালদায় প্রতিবার আসি আপনাদের দেখে ভালো লাগে, কিন্তু ফিরে গিয়ে দেখি মালদায় আমরা জিরো । বিধানসভা তেও লোকসভাতেও।”- মুখ্যমন্ত্রী


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রায়গঞ্জের পর এখন মালদায় জনসভা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মালদার ইংরেজবাজারে জনসভা করছেন মুখ্যমন্ত্রী। জনসভা থেকে মুখ্যমন্ত্রী জানালেন যে, মালদায় তিনি নতুন নন। ছাত্র রাজনীতির সময় থেকেই মালদায় আসছেন তিনি। একসময় নিয়মিত আসতেন তিনি। হুগলির চর থেকে গাজোল সমস্ত কিছু তাঁর চেনা। এরপরেই আক্ষেপ করে তিনি জানালেন যে, তাঁর একটাই দুঃখ, মালদায় তিনি প্রতিবার আসেন, সকলকে দেখে তাঁর ভালো লাগে। কিন্তু ফিরে গিয়ে দেখেন মালদায় তাঁরা শূন্য। বিধানসভাতে শুন্য, লোকসভাতেও তাই। জনগণের উদ্দেশ্যে তিনি প্রশ্ন করলেন যে, তাঁরা কি কিছু পাবেন না? এরপরই তিনি জানালেন যে, এবার কিন্তু মালদা থেকে শুন্য হাতে ফিরবেন না।

জনগণের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী প্রশ্ন করলেন যে, তাঁরা একটি সরকার দেখান, যারা বিনামূল্যে রেশন দেয়। তিনি জানালেন যে, কোন সরকারই তা দেয় না। এরপর জনগনের উদ্দেশ্যে তিনি জানালেন যে, দয়া করে ভোটটা তৃণমূলকে দিতে। বিনামূল্যে রেশন পেতে হলে তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়ার নির্দেশ দিলেন তিনি। মুখ্যমন্ত্রী জানালেন, স্বাস্থ্য সাথী কার্ডতে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়া হবে। বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে স্বাস্থ্য সাথীতে। দ্বাদশ শ্রেণীতে উঠলেই ট্যাব দেবার ব্যবস্থা করা হচ্ছে। দেওয়া হচ্ছে সাইকেল। ২০ লক্ষ সাইকেল তৈরি আছে,তাও দিয়ে দেয়া হবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

মুখ্যমন্ত্রী জানালেন যে, বিজেপি সরকার মিথ্যে কথা বলে থাকে। তারা সবার সঙ্গে ঝামেলা বাধায়। তিনি জানালেন সমস্ত জায়গার চাষিরা কাঁদছেন। কিন্তু শুধু বাংলার চাষীরা কাঁদছেন না। কারণ, বাংলায় তিনি লুঠ করতে দেবেন না। তিনি জানালেন যে, বিজেপি বাংলার মানুষকে কিছুই দেয়নি। অনেক কাজ করেছে রাজ্য আম্ফানের সময়। মালদাতে যথেষ্ট উন্নয়ন করা হয়েছে। যতটা সম্ভব ততটা উন্নয়ন করা হয়েছে মালদায়। তিনি জানালেন, অনেক কাজ হয়েছে। আগামী দিনে আরো কাজ হবে, আরো উন্নয়ন হবে মালদায়।

মুখ্যমন্ত্রী জানালেন যে, বিজেপি ফেক ভিডিও তৈরি করে হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়ে তার মাধ্যমে দাঙ্গা বাধাচ্ছে। তিনি প্রশ্ন করলেন, মালদাতে বিজেপি জয়লাভ করেছে, কিন্তু কি করেছে বিজেপি? বিজেপি ভোটের সময় এক কথা বলে, আর ভোট নিয়ে পালিয়ে যায়। তিনি জানালেন যে, দাঙ্গা বাধাতে চাইলে শুধু বিজেপিকে ভোট দিতে। মুখ্যমন্ত্রী জানালেন যে, বিজেপি নেতারা মালদাতে এখন রেগুলার আসছেন। গায়ের জোরে তাঁকে পরাস্ত করার চেষ্টা করছেন। কিন্তু তিনি জানালেন যে, তাঁকে হারানো অতটা সহজ নয়। কারণ তাঁর সাথে সাধারণ মানুষ আছেন।

তিনি জানালেন যে, ভোট ভাগাভাগিতে না যেতে। জনগণের উদ্দেশ্যে তিনি জানালেন যে, আগে তাঁরা কংগ্রেসকে ভোট দিয়েছেন। আর কংগ্রেসকে ভোট না দিতে। সিপিএমকেও ভোট না দিতে। কারন তাদের সঙ্গে যোগসাজশ আছে বিজেপির। মালদার জন্য অনেক কাজ তিনি করেছেন। কিন্তু একটিও আসন পাননি। একটা আসনে জয়লাভ করেছে কংগ্রেসে, অপরটিতে বিজেপি। তিনি জানালেন যে, মৌসম বেনজির নূরকেও পরাস্ত করা হয়েছে। কিন্তু তাঁকে তিনি রাজ্যসভায় পাঠিয়েছেন।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!