এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > “আমি শহরবাসীর কাছে হাতজোড় করে অনুরোধ করছি, আপনারা করোনার বিধিনিষেধ মানুন।” আবেদন পুরমন্ত্রীর

“আমি শহরবাসীর কাছে হাতজোড় করে অনুরোধ করছি, আপনারা করোনার বিধিনিষেধ মানুন।” আবেদন পুরমন্ত্রীর


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দেশে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে। রাজ্যে বাড়ছে করোনার সংক্রমণ। বাড়ছে প্রশাসনের উদ্বেগ, কিন্তু অধিকাংশ মানুষের মধ্যে সচেতনতা এখনো সেভাবে চোখে পড়ছে না, ফলে ঝুঁকি বাড়ছে সংক্রমনের। আবার, সামনেই বিধানসভা নির্বাচন থাকায় মিটিং,মিছিল, জনসভা চলছে অনবরত। যার ফলে সংক্রমণ বাড়তে পারে বলে আশঙ্কা চিকিৎসকদের।

সম্প্রতি ওয়েস্টবেঙ্গল ডক্টরস ফোরামের পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে একটি মেল করে এই আশঙ্কার কথা জানানো হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, এখন মানুষের যেমন সচেতন হওয়া প্রয়োজন, তেমনি পুলিশ ও প্রশাসনিক কর্তাদেরও কড়া ব্যবস্থা নেওয়া প্রয়োজন। এবার কলকাতা পুরসভা ও লালবাজার এ বিষয়ে বিশেষ ভাবে সচেতন হতে চলেছে। এই আবহে গতকাল পুরমন্ত্রী ফিরহাদ হাকিম বেশ কিছু বার্তা দিলেন শহরবাসীর কাছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

গতকাল পুরমন্ত্রী যেমন বার্তা দিয়েছেন, তেমনি বেশকিছু পদক্ষেপ নিতে চলেছে কলকাতা পুরসভা ও পুলিশ প্রশাসন। পুরমন্ত্রী জানিয়েছেন, শহরবাসীর কাছে তিনি করজোড়ে অনুরোধ করছেন যে, সকলে যেন করোনার বিধিনিষেধ মেনে চলেন। মাস্ক পরিধান করতে হবে, দূরত্ববিধি মানতেই হবে। মানুষ সচেতন না হলে, অন্য রাজ্যের মতো, এই রাজ্যেও জারি হবে লকডাউন।

ফিরহাদ হাকিম আরও জানিয়েছেন যে, গতকাল শুক্রবার কলকাতায় করোনা সংক্রামিত হয়েছেন ১৫০ জন, কয়েকদিন আগে যা ৩০ এ নেমে গিয়েছিল।
তিনি জানিয়েছেন, যারা বয়স্ক, যাদের কোমরবিডিটি আছে, তারা করোনার ভ্যাকসিন গ্রহণ করুন। করোনার টেস্ট যাতে বাড়ানো যায়, তার চেষ্টা করছে প্রশাসন। সকলকেই যাতে করোনার টিকা দেওয়া যায়, সে বিষয়েও কেন্দ্রের কাছে অনুরোধ করেছেন তিনি। তবে, এখনো তার জবাব দেয়নি কেন্দ্র।

আবার করোনা সংক্রমনের উদ্বেগ থেকে এবার কঠোর পদক্ষেপ নিতে চলেছে কলকাতা পুলিশ। রাস্তাঘাটে নজর রাখবে পুলিশ। গতকাল লালবাজারে সমস্ত ডিসিদের সঙ্গে কলকাতা পুলিশের পদস্থ কর্তাদের বৈঠক হয়েছিল। মাস্ক পরিধান ও দূরত্ব বিধি পালন নিয়ে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেয়া হয়েছে এই বৈঠকে। সমস্ত থানা এলাকায় নজরদারি বাড়ানোর নির্দেশ এসেছে এই বৈঠকে। জানা গেছে, যারা স্বাস্থ্যবিধি অমান্য করবে, তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবে পুলিশ।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!