এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > “আমি সুকান্তবাবুর সঙ্গে একমত” কোন বিষয়ে এমন বললেন শুভেন্দু!

“আমি সুকান্তবাবুর সঙ্গে একমত” কোন বিষয়ে এমন বললেন শুভেন্দু!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- সম্প্রতি আয়োজিত হয়েছে কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল। সেখানে অমিতাভ বচ্চন, শাহরুখ খান থেকে শুরু করে বিশিষ্টরা উপস্থিত থাকলেও বাংলার অনেক শিল্পীদের বঞ্চিত করা হয়েছে বলে অভিযোগ ভারতীয় জনতা পার্টি। শুধু তাই নয়, বাংলা থেকে বিশিষ্ট অভিনেতা মিঠুন চক্রবর্তীকেও সেখানে আমন্ত্রণ জানানো হয়নি বলে অভিযোগ করা হয়েছে।

অনেকেই প্রশ্ন করছেন, তাহলে কি মিঠুন চক্রবর্তী শুধুমাত্র বিজেপির সঙ্গে যুক্ত বলে তাকে আমন্ত্রণ জানানো হলো না! আর এই পরিস্থিতিতে রাজ্য সরকারের বিরুদ্ধে সোচ্চার হয়ে টুইট করেছেন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদার। আর সুকান্তবাবুর সঙ্গে তিনি কার্যত একমত বলে মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

সূত্রের খবর, এদিন এই ব্যাপারে শুভেন্দু অধিকারীকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে বিজেপির রাজ্য সভাপতি বলেন, “আমি সুকান্তবাবুর সঙ্গে একমত। সুকান্তবাবু তো টুইট করেছেন, বাংলার শিল্পীদের আমন্ত্রণ জানানো উচিত ছিল। বাংলার অতিথিদের আমন্ত্রণ জানানো উচিত ছিল। বাইরের অতিথিদের পাশাপাশি বাংলার অতিথিদের আমন্ত্রণ জানালে ভালো হতো।” অর্থাৎ কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে যে আমন্ত্রণের ক্ষেত্রে পক্ষপাতদুষ্ট আচরণ করা হয়েছে, তা নিজের বক্তব্যের মধ্যে দিয়ে বুঝিয়ে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!