এখন পড়ছেন
হোম > রাজ্য > অর্থ কমিশনের কাজেও নাক গলাচ্ছে কেন্দ্র! বিস্ফোরক অভিযোগ অর্থমন্ত্রী অমিত মিত্রের

অর্থ কমিশনের কাজেও নাক গলাচ্ছে কেন্দ্র! বিস্ফোরক অভিযোগ অর্থমন্ত্রী অমিত মিত্রের

রাজ্যে একের পর এক কেন্দ্রীয় বঞ্চনা ও বিভিন্ন কাজে হস্তক্ষেপের অভিযোগে দীর্ঘদিন ধরেই কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে তোপ দেগে আসছে রাজ্যের শাসকদল তৃনমূল কংগ্রেস। এবার রাজ্য বিধানসভার অধিবেশনেও সেই কেন্দ্রের বিরুদ্ধেই তোপ দাগলেন অর্থমন্ত্রী অমিত মিত্র। মঙ্গলবার তিনি বলেন, “অর্থ কমিশনের টার্মস অ্যান্ড রেফারেন্স সবই ঠিক করে দিচ্ছে কেন্দ্র। এ নিয়ে সকলের রাষ্ট্রপতির দ্বারস্থ হওয়া উচিত।”

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

——————————————————————————————-

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে।

অমিত মিত্রের অভিযোগ, 2011 র জনসংখ্যাকে হাতিয়ার করলে রাজ্যের ক্ষতি 35,849 কোটি টাকা। আর 2020-25 পর্যন্ত ঋন শোধ করতেই 3 লক্ষ 60 হাজার 510 কোটি টাকা বেরিয়ে যাবে রাজ্যের। এদিন বিধানসভার শুরু থেকেই কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে সরব ছিল শাসকদল তৃনমূল কংগ্রেস। আর কেন্দ্রের এই বঞ্চনা নিয়ে পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় 185 নম্বর ধারায় একটি প্রস্তাব আনলে সেই প্রস্তাবে সরকারের পক্ষে বক্তব্য রাখেন পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, বিধানসভার মুখ্যসচেতক নির্মল ঘোষ ও অর্থমন্ত্রী অমিত মিত্র। কংগ্রেসের পক্ষ থেকে সুখবিলাস বর্মা ও বামেদের অশোক ভট্টাচার্যও এই প্রস্তাবে বক্তব্য রাখেন।

এদিন এই প্রস্তাবের ওপরে পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, ” পঞ্চদশ অর্থ কমিশন রাজ্যে আসার সময় আমাদের দলের পক্ষ থেকে আমি আর ফিরহাদ হাকিম গিয়ে দেখা করেছি। মুখ্যমন্ত্রী ও অর্থমন্ত্রী বারে বারে কেন্দ্রের কাছে রাজ্যের দাবিদাওয়া তুলে ধরেছে। কিন্তু এতে কেন্দ্র কোনো হুশ নেই।” যেই রাজ্যগুলি বিজেপি শাসিত নয় সেই রাজ্যগুলিতে বরাদ্দ কমিয়ে দেওয়া নিয়ে এদিন কেন্দ্রকে তুলোধোনা করেছেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র। অন্যদিকে 1971 সাল থেকে এই বিধানসভার বিধায়ক তিনি। বিরোধী দলে থাকার সময় কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনায় যখন কেউ প্রস্তিব আনত তখন তিনি সেই দলের পাশে দাড়িয়েছিলেন।

তাই এই কেন্দ্রীয় বঞ্চনা ইস্যুতে সরকারের আনা প্রস্তাবে বিরোধীদের পাশে পাওয়ার আহ্বান জানান পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। কেন্দ্রের বিরুদ্ধে সুর চরিয়ে তিনি বলেন, “রাজ্য থেকে করের টাকা নিলেও তা কেন্দ্র ফেরত দিচ্ছে না। আমরা ভিক্ষে চাইছি না। এটা আমাদের অধিকার।”  একই কথা বলে রাজস্ব আদায়ে কেন্দ্রকে 42 থেকে 50% করার দাবি জানান বিধানসভায় সরকারের মুখ্যসচেতক নির্মল ঘোষ। এদিন কংগ্রেসের পক্ষ থেকে সুখবিলাস বর্মা বলেন, ” কেন্দ্র সরকার রাজ্য থেকে রাজস্ব আদায় করে তার একটা অংশ ফিরিয়ে দিলেও রাজ্য আবার তা বন্টন করায় সমবন্টন হচ্ছে না।” তবে কেন্দ্র যেমন রাজ্যের প্রতি বঞ্চনা করছে ঠিক তেমনি একইভাবে রাজ্যও বাম শাসিত শিলিগুড়ি পুরসভাকে টাকা না দিয়ে বিমাতৃসুলভ আচরন করছে বলে অভিযোগ করেন বাম বিধায়ক অশোক ভট্টাচার্য। সব মিলিয়ে রাজনৈতিক অবস্থান আলাদা হলেও এদিন। বিধানসভায় সরকারের আনা প্রস্তাবে কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ শোনা গেল শাসক-বিরোধ সব নেতার গলাতেই।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!