এখন পড়ছেন
হোম > আন্তর্জাতিক > বড় ঘোষণা অর্থ ও শিল্প মন্ত্রী অমিত মিত্রের

বড় ঘোষণা অর্থ ও শিল্প মন্ত্রী অমিত মিত্রের

রাজ্যজুড়ে যখন বড় শিল্পের হাহাকার চলছে তখন তা পূরণ করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অর্থ-শিল্প মন্ত্রী দেশে-বিদেশে ছুটে বেড়াচ্ছেন, করছেন শিল্প সম্মেলন। মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই বারবার জানিয়েছেন যে শিল্পে সুদিন খুব শীঘ্রই ফিরে আসবে বাংলার বুকে, ওক্তু শুধু ধৈর্য ধরতে হবে। আর এই পরিপ্রেক্ষিতে এবার রাজ্যের অর্থ ও শিল্প মন্ত্রী অমিত মিত্র বড় ঘোষণা করলেন। তিনি জানান, বাংলাদেশের ১০০ কোটি টাকার একটি সংস্থা শালিমার ওয়ার্কসের সাথে যৌথ ভাবে একটি স্পেশাল পারপাস ভেহিকল তৈরী করতে চলেছে এই বিষয়ে আমরা বিদেশ মন্ত্রক ও প্রতিরক্ষা মন্ত্রকের কাছ থেকে ছাড়পত্র পেয়েছি।
অর্থাৎ কলকাতায় রাজ্য সরকারি জাহাজ নির্মাণ সংস্থা শালিমার ওয়ার্কস লিমিটেডের সঙ্গে যৌথ উদ্যোগে এই দেশে জাহাজ তৈরী করতে চলেছে বাংলাদেশ সরকারের জাহাজ প্রস্তুতকারী সংস্থা বাংলাদেশ শিপিং কর্পোরেশন। আর এই ঘোষণার পর রীতিমত খুশির হাওয়া শিল্পমহলে। কিন্তু এই প্রকল্পে কত টাকা লগ্নি হবে সেই ব্যাপারে এখনো সরকারিভাবে কোনো ঘোষণা হয় নি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!