এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > অমিত শাহের বঙ্গসফরে বিজেপিতে যোগ দিচ্ছেন একাধিক হেভিওয়েট বিধায়ক? কারা থাকতে পারেন তালিকায়?

অমিত শাহের বঙ্গসফরে বিজেপিতে যোগ দিচ্ছেন একাধিক হেভিওয়েট বিধায়ক? কারা থাকতে পারেন তালিকায়?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড মুকুল রায় ভারতীয় জনতা পার্টিতে যোগ দেওয়ার পর থেকেই ঘাসফুল শিবিরের অস্বস্তি বাড়িয়ে দিয়েছেন। প্রায় প্রতিদিন দিল্লির সদরদপ্তরে হেভিওয়েট তৃণমূল সাংসদ থেকে শুরু করে বিধায়কদের ভারতীয় জনতা পার্টির পতাকা তুলে দিয়েছেন তিনি। তবে মাঝে মুকুল রায়ের সেই ক্যারিশমা সম্পূর্ণরূপে স্তব্ধ হয়ে গিয়েছিল। কিন্তু আবার নতুন করে বঙ্গ রাজনীতিতে দলবদলের প্রক্রিয়া শুরু হতে চলেছে বলে জল্পনা ছড়িয়ে পড়ল।

জানা গেছে, আগামী 17 অক্টোবর আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে শিলিগুড়িতে আসতে চলেছেন বিজেপির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর অমিত শাহের এই সফরে তৃণমূলের একাধিক হেভিওয়েট বিধায়ক ভারতীয় জনতা পার্টিতে যোগদান করতে পারেন বলে গুঞ্জন ছড়িয়েছে বাংলার রাজনৈতিক মহলে। স্বাভাবিক ভাবেই কারা কারা এই তালিকায় রয়েছেন, তা নিয়ে চর্চা শুরু হয়ে গিয়েছে বিশেষজ্ঞদের মধ্যে।

সূত্রের খবর, ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় একটি লেখা দেখতে পাওয়া যাচ্ছে যে, তৃণমূলের এক মহারথী দলবদল করতে চলেছেন। কিন্তু তিনি কে, কত বড় প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব, তা নিয়ে এমনিতেই গুঞ্জন চলছে। আর এর পাশাপাশি একাধিক বিধায়কের নাম নিয়ে জল্পনা তৈরি হয়েছে। যার মধ্যে রয়েছেন শীলভদ্র দত্ত থেকে,মিহির গোস্বামী, উদায়ন গুহ, কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী থেকে শুরু করে প্রবীর ঘোষাল, নীহার রঞ্জন ঘোষের মত হেভিওয়েট তৃনমূলের বিধায়ক এবং প্রাক্তন মন্ত্রীরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একাংশ বলছেন, যাদের নাম নিয়ে গুঞ্জন তৈরি হয়েছে, তারা অনেকেই বর্তমানে প্রকাশ্যে তৃণমূলের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করতে শুরু করেছেন। দলের পক্ষ থেকে কড়া অনুশাসন থাকা সত্ত্বেও দলের গঠনতন্ত্র নিয়ে বাইরে ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে এই সমস্ত হেভিওয়েট তৃণমূল বিধায়কদের। যার ফলে তাদের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। আর এবার এই সমস্ত বিদ্রোহী তৃণমূলের নেতা এবং বিধায়করা অমিত শাহের হাত ধরে বিজেপিতে যোগদান করতে পারেন বলে জল্পনা ছড়িয়ে পড়ল।

যদিও এনারা বিজেপিতে যোগ দিচ্ছেন বা যোগ দিতে চান এবিষয়ে কোনো কথাই বলেন নি। এদের মধ্যে কেউ কেউ আবার বলেছেন রাজনীতি ছেড়ে দেব বিজেপিতে যাবো না। কিন্তু তবুও অতীত বলছে একথা বলা অনেক হেভিওয়েট নেতা নেত্রী তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। ফলে এক্ষেত্রে যে তা হবে না তা কেঊই দ্বায়িত্ব নিয়ে বলতে পারছেন না।

বিশেষজ্ঞদের মতে, যদি সত্যি সত্যিই এই যোগদান পর্ব অনুষ্ঠিত হয়, তাহলে আগামী বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল যে বড়সড় বেকায়দায় পড়ে যাবে, তা বলার অপেক্ষা রাখে না‌। কেননা এমনিতেই উত্তরবঙ্গে তৃণমূলের পরিস্থিতি খুব একটা ভালো নয়। তার মাঝে অমিত শাহের এই সফরে যদি তৃণমূলের কোনো হেভিওয়েট নেতা এবং বিধায়ককে তিনি গেরুয়া শিবিরে যোগদান করাতে পারেন, তাহলে শাসকদল ব্যাপক চাপে পড়বে। আর তার প্রভাব পড়বে আগামী বিধানসভা নির্বাচনে।

স্বভাবতই এই সমস্ত নাম নিয়ে যখন গুঞ্জন তৈরি হয়েছে, তখন তার পেছনে কিছুটা হলেও সত্যতা রয়েছে বলে দাবি করছেন একাংশ। তবে এই ব্যাপারে বিজেপি এই সমস্ত তৃণমূলের নেতা এবং বিধায়কদের তরফ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। সব মিলিয়ে এবার অমিত শাহের বঙ্গ সফরে দলবদলের কোনো চমক থাকে কিনা, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!