এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > অমিত শাহের উত্তরবঙ্গ সফরের আগে হঠাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় বৈঠক ঘিরে দলের অন্দরেই জোর চর্চা!

অমিত শাহের উত্তরবঙ্গ সফরের আগে হঠাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় বৈঠক ঘিরে দলের অন্দরেই জোর চর্চা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিজেপির সর্বভারতীয় চাণক্য অমিত শাহ কিছুদিনের মধ্যেই উত্তরবঙ্গ সফরে আসছেন। কিন্তু তার আগেই হঠাৎ করে সোমবার উত্তরবঙ্গের শিলিগুড়িতে এসে পৌছলেন তৃনমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং প্রশান্ত কিশোর। আর বিজেপির অমিত শাহের সফরের আগে এইভাবে উত্তরবঙ্গ সফরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চলে আসা নিয়ে ব্যাপক গুঞ্জন ছড়িয়ে পড়েছে রাজনৈতিক মহলে।

সূত্রের খবর, সোমবার কোচবিহার এবং জলপাইগুড়ি জেলার বিধায়ক এবং দলীয় নেতাদের সঙ্গে বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দার্জিলিং জেলা তৃণমূলের হেভিওয়েট নেতাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তার স্বাভাবিক ভাবেই বিজেপির অমিত শাহের সফরের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় এর এই সফর এবং বিভিন্ন জেলা নেতাদের সঙ্গে তাঁর এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

প্রসঙ্গত উল্লেখ্য, আগামী বিধানসভা নির্বাচনে পাহাড়, জঙ্গল এবং চা বাগান বেষ্টিত উত্তরবঙ্গ প্রধান টার্গেট তৃঞমূল এবং বিজেপির কাছে। গত লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গ থেকে ব্যাপক সাফল্য পায় ভারতীয় জনতা পার্টি। তাই এমন পরিস্থিতিতে আগামী বিধানসভা নির্বাচনের আগে শারদ উৎসবের প্রাকমুহুর্তে সেখানে দলের সর্বভারতীয় চাণক্য অমিত শাহ আসতে চলেছেন। অর্থাৎ অমিত শাহ আগামী 17 অক্টোবর শিলিগুড়িতে এসে বিজেপির হয়ে ঝড় তুলতে পারেন বলে মনে করা হচ্ছে। কিন্তু অমিত শাহের সফর যাতে কার্যকর না হয় এবং বিজেপি যাতে এখানে ভালো করে সাফল্য পেতে না পারে, তার জন্য এবার শিলিগুড়িতে হঠাৎ করে এসে উপস্থিত হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় শিলিগুড়িতে উপস্থিত হতেই তৃণমূল যুব কংগ্রেসের নেতা কর্মীরা জমায়েত করতে শুরু করেন। কেন হঠাৎ করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই শিলিগুড়ি সফর? এদিন এই প্রসঙ্গে দার্জিলিং জেলা যুব তৃনমূলের সভাপতি কুন্তল রায় বলেন, “দাদা ডেকেছেন, তাই এসেছি।” রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, একদিকে বুথস্তরের সংগঠনকে চাঙ্গা করা এবং অন্যদিকে তৃণমূল সরকারের যে সমস্ত উন্নয়ন, তার প্রচার যাতে ঠিকমত হয়, তার জন্যই বার্তা দিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ সফর। বিভিন্ন জায়গায় তৃণমূলের গোষ্ঠী কোন্দল এখন চরম আকার নিয়েছে। তাই উত্তরবঙ্গের সবকটি জেলাকে নিয়ে বৈঠক করে দলের সংগঠন চাঙ্গা করার বার্তা দিতে পারেন তৃনমূলের সেকেন্ড-ইন-কমান্ড।

অনেকে আবার বলছেন, মূলত অমিত শাহকে চ্যালেঞ্জ জানাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে এসেছেন। কেননা পুজোর আগে অমিত শাহ উত্তরবঙ্গে এসে সেখানকার আসনগুলিতে জয়ের জন্য বিজেপি নেতা কর্মীদের ব্লু প্রিন্ট তৈরি করে দিতে পারেন। তাই তার আগে প্রশান্ত কিশোরকে নিয়ে উত্তরবঙ্গে এসে জমি তৈরি করতে চাইছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সব মিলিয়ে বিজেপির সর্বভারতীয় চাণক্যর শিলিগুড়ি সফরের আগেই  সেখানে  তৃণমূলের  সেকেন্ড-ইন-কমান্ড  অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি গুঞ্জন বাড়িয়ে দিচ্ছে বঙ্গ রাজনীতিতে। সব মিলিয়ে এখন গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!