এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > “কলকাতায় বসে চক্রান্ত করছেন অমিত শাহ” স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে কমিশনের কাজে হস্তক্ষেপ করার বিস্ফোরক অভিযোগ মমতার!

“কলকাতায় বসে চক্রান্ত করছেন অমিত শাহ” স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে কমিশনের কাজে হস্তক্ষেপ করার বিস্ফোরক অভিযোগ মমতার!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – এবার সরাসরি দলীয় জনসভা থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে কমিশনের কাজে নাক গলানোর অভিযোগ তুললেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বস্তুত, নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ার পর থেকেই বিজেপির কথা মত সব কিছু হচ্ছে বলে অভিযোগ করে তৃণমূল কংগ্রেস। এমনকি এই ব্যাপারে সরব হয়ে প্রথম দিন থেকেই সোচ্চার হন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার দলীয় জনসভা থেকে এই ব্যাপারে সরাসরি অমিত শাহের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন তিনি।

বস্তুত, কিছুদিন আগেই নন্দীগ্রামে পায়ে আঘাত করার পর এখন হুইলচেয়ার করেই জেলা সফর শুরু করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বাঁকুড়ায় পরপর তিনটি জায়গায় নির্বাচনী জনসভা করেন তিনি। আর সেখানেই বক্তব্য রাখতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তিনি বলেন, “কাজ নেই, কর্ম নেই, এখানে বসে হামলা করার চক্রান্ত করছে। এত চক্রান্ত করে যারা, তাদের সভায় লোক আসে না। স্বরাষ্ট্রমন্ত্রী কমিশনে নাক গলাচ্ছেন। আমার তো সন্দেহ আছে, উনি ইলেকশন কমিশন পরিচালনা করছেন কিনা!” আর একটি সাংবিধানিক সংস্থা পরিচালনার ক্ষেত্রে বিজেপি নেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপের অভিযোগ তুলে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ধরনের বক্তব্য রীতিমত ঝড় তুলে দিয়েছে রাজ্য রাজনীতিতে।

বিশেষজ্ঞরা বলছেন, এবারের লড়াই বিজেপি এবং তৃণমূলের মধ্যে, তা কারও অজানা নয়। কিন্তু সেই লড়াইয়ের মাঝে এবার সাংবিধানিক সংস্থার পরিচালনার জন্য যেভাবে অমিত শাহের বিরুদ্ধে অভিযোগ তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়, তা কার্যত নজিরবিহীন। তৃণমূল নেত্রীর এই বক্তব্যের মধ্য দিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে রাজ্যের শাসক শিবিরের সংঘাত তৈরি হবে বলেই আশঙ্কা করছেন একাংশ। যা রাজ্য রাজনীতিতে এই মহারনের মাঝে পরিস্থিতিকে আরও ঘোরালো করে তুলবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

 

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!