এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > অমিত শাহের হাত ধরেই কি বিদ্রোহী তৃণমূল বিধায়ক বিজেপিতে? দলের অন্দরে চাপা উত্তেজনা!

অমিত শাহের হাত ধরেই কি বিদ্রোহী তৃণমূল বিধায়ক বিজেপিতে? দলের অন্দরে চাপা উত্তেজনা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –সম্প্রতি বিভিন্ন জেলায় সংগঠনকে চাঙ্গা করতে নানা নতুন পরিকল্পনা শুরু করে তৃণমূল কংগ্রেস। কোচবিহার জেলায় জেলা কমিটি গঠন হওয়ার সাথে সাথেই প্রকাশ্যে বিদ্রোহ ঘোষণা করতে দেখা যায় কোচবিহার দক্ষিণের তৃণমূল বিধায়ক মিহির গোস্বামীকে। কিন্তু এবার সেই মিহির গোস্বামীর বিজেপিতে যোগদানকে কেন্দ্র করে ব্যাপক জল্পনা ছড়িয়ে পড়ল।

কেননা শিলিগুড়িতে যখন এসে উপস্থিত হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং বিভিন্ন জেলার নেতাদের ডেকে পাঠিয়েছেন তিনি, ঠিক তখনই সেখানে অনুপস্থিত থাকতে দেখা গেল কোচবিহার দক্ষিণের তৃণমূল বিধায়ককে। স্বাভাবিক ভাবেই কিছুদিনের মধ্যেই রাজ্যে আসার কথা রয়েছে অমিত শাহের। আর অমিত শাহের সফরের আগে এইভাবে তৃণমূল বিধায়কের সঙ্গে দূরত্ব তৈরি নয়া মাত্রা সৃষ্টি করল বঙ্গ রাজনীতিতে বলে মত বিশেষজ্ঞদের।

তাহলে কি সত্যি সত্যিই এবার দলের বিষয়ে বাইরে মন্তব্য করার পর বিজেপিতে যোগদান করতে চলেছেন মিহির গোস্বামী? এদিন এই প্রসঙ্গে কোচবিহার জেলা বিজেপির সভানেত্রী মালতি রায় বলেন, “দলে যোগদানের বিষয়ে আমার সঙ্গে মিহিরদার কথা হয়েছে।” আর জেলা বিজেপির সভানেত্রী এই মন্তব্যে আরও নতুন করে জল্পনা ছড়িয়ে পড়েছে বাংলা জুড়ে।

আর সেখান থেকেই একাংশ বলছেন, তাহলে হয়ত বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বৈঠকে যোগ না দিয়ে দলের সঙ্গে আরও বেশি করে দূরত্ব বাড়িয়ে দিলেন মিহির গোস্বামী; কিন্তু সত্যিই কি তাহলে তিনি বিজেপিতে যোগ দেবেন? আর অমিত শাহ শিলিগুড়িতে আসার সাথে সাথেই তৃণমূলে ভাঙ্গন ধরবে বলে নানা মহলের তরফের যে দাবি করা হচ্ছে, তাতে কি সেই মিহির গোস্বামীর বিজেপিতে যোগদান রয়েছে?

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন এই প্রসঙ্গে কোচবিহার দক্ষিণের তৃণমূল বিধায়ক মিহির গোস্বামী বলেন, “আমার সঙ্গে বিজেপির কোন নেতৃত্বের কথা হয়নি। এমন কোনো প্রস্তাব আমার কাছে আসেনি। বিধায়ক হিসেবে আমার কাছে সব দলের লোকেরাই আসেন। তার মানে এই নয় যে আমাকে বলছেন দলে আসুন বা আমি বলেছি আপনাদের দলে যাব।” একাংশ বলছেন, বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়ের সঙ্গে মিহির গোস্বামীর সম্পর্ক অত্যন্ত ভালো। বিজেপিতে যোগদানের পর থেকেই অনেকে মুকুল রায়ের হাত ধরে ভারতীয় জনতা পার্টিতে যোগ দিতে চেয়েছিলেন

। কিন্তু শেষ পর্যন্ত মুকুল রায় গুরুত্বপূর্ণ জায়গা না পাওয়ায় তারা অনেকেই পিছিয়ে আসেন। তবে এবার সেই মুকুল রায় বিজেপি কেন্দ্রীয় সহ সভাপতি হওয়ার পর একের পর এক তৃণমূল বিধায়ক এবং জনপ্রতিনিধিরা প্রকাশ্যে বিস্ফোরক মন্তব্য করে দলের চাপ বাড়িয়ে দিচ্ছেন। তাই যেহেতু মুকুল রায় দীর্ঘদিন তৃণমূল কংগ্রেসের সেকেন্ড-ইন-কমান্ড ছিলেন এবং দীর্ঘদিনের সৈনিক ছিলেন মিহির গোস্বামী, তাই তাদের দুজনের সুসম্পর্ক থাকার জন্য মিহিরবাবুর বিজেপিতে যোগ শুধু সময়ের অপেক্ষা বলে দাবি করছেন একাংশ। সব মিলিয়ে এবার গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!