এখন পড়ছেন
হোম > রাজ্য > নদীয়া-২৪ পরগনা > ২০২১-এ বাংলায় কি ‘স্টাইলে’ ভোট করাবেন অমিত শাহ? বড়সড় তথ্য ‘ফাঁস’ করে দিলেন দিলীপ ঘোষ!

২০২১-এ বাংলায় কি ‘স্টাইলে’ ভোট করাবেন অমিত শাহ? বড়সড় তথ্য ‘ফাঁস’ করে দিলেন দিলীপ ঘোষ!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আগামী ২০২১ এর বিধানসভা নির্বাচন যতই সামনে এগিয়ে আসতে শুরু করেছে, ততই রাজ্যের শাসকদল তৃণমূলের বিরুদ্ধে আক্রমণ ও বিক্ষোভের যথেচ্ছ মাত্রা বৃদ্ধি করেছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। গতকাল দক্ষিণ ২৪ পরগনা জেলা সফরে গিয়েছিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। গতকাল সকালে পাথরপ্রতিমার জি প্লটে বিজেপি দলের এক বিশেষ কর্মীসভায় যোগদান করেছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

এই কর্মীসভা থেকে তিনি একদিকে যেমন রাজ্যের শাসক দল তৃণমূলের বিরুদ্ধে একাধিক তোপ ধ্বনি করলেন, তেমনই তিনি উদ্বুদ্ধ করলেন বিজেপি দলের কর্মী সদস্যদের। গতকালের এই কর্মীসভায় বিজেপি দলের কর্মী সদস্যদের উদ্বুদ্ধ করে তিনি জানালেন যে, আগামী ২০২১ এর বিধানসভা নির্বাচনে রাজ্যের পট পরিবর্তন হতে চলেছে। শাসন ক্ষমতায় আসতে চলেছে বিজেপি। এর সঙ্গেই দলের কর্মী-সদস্যদের তিনি নির্দেশ দিলেন যে, রাজ্যের শাসক দল তৃণমূলকে একেবারে শেকড় থেকে উপড়ে ফেলতে।

শাসক দলের বিরুদ্ধে অভিযোগ করে তিনি জানালেন যে, পশ্চিমবঙ্গের শাসনভার যতদিন থাকবে তৃণমূলের হাতে, ততদিন রাজ্যে থাকবে না মানুষের সম্মান। গতকালের এই সভাতেই রাজ্যের শাসক দল তৃণমূলের বিরুদ্ধে বিজেপির একাধিক কর্মী সদস্য ভোট লুন্ঠনের অভিযোগ তুলেছিলেন। এ বিষয় শুনবার পর বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ দলের কর্মী-সদস্যদের আস্বস্ত করতে জানালেন, ” এবার দিদির পুলিশ দিয়ে ভোট হবে না। অমিত শাহের পুলিশ আসবে দিল্লি থেকে।”

সেই সঙ্গে তিনি দলের কর্মীদের আরো জানালেন যে, আগামী নির্বাচনে নির্বাচনি বুথের ১০০ গজের মধ্যে রাজ্যের পুলিশ কিংবা তৃণমূলের গুন্ডা কাউকে ঢুকতে দেয়া হবে না। এর সঙ্গেই তিনি বিজেপি কর্মীদের নির্দেশ দিলেন যে, বাঁশ নিয়ে পাহারা দিতে। বিজেপি কর্মীদের প্রতি তাঁর স্পষ্ট নির্দেশ, কেউ যদি ভোট লুন্ঠনের উদ্দেশ্যে আসে, তবে সে যেন হেঁটে বাড়ি ফিরে যাবার ক্ষমতা না রাখে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত উত্তর প্রদেশের হাথরাসের গণধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে সরব হয়ে উঠেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্যের শাসক দল তৃণমূল। এই ঘটনার প্রতিবাদে পদযাত্রাও করেছেন মুখ্যমন্ত্রী। এ বিষয়ে মুখ্যমন্ত্রীকে ব্যঙ্গ ও কটাক্ষ করলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। এ বিষয়ে তাঁর বক্তব্য, “বাংলায় পাড়ায় পাড়ায় ধর্ষণের ঘটনা ঘটলেও মুখ্যমন্ত্রী চুপ। অন্যদিকে উত্তর প্রদেশে কোন এক মহিলার ধর্ষণ নিয়ে দিদিমনি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন।” এভাবেই বিষয়টি নিয়ে গতকাল বিতর্কিত মন্তব্য করতে দেখা গেল বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে।

গতকালের কর্মীসভায় বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ কেন্দ্রের একাধিক প্রকল্পের টাকা লুণ্ঠন, আমফানের টাকা চুরি ও দুর্নীতির অভিযোগে বিদ্ধ করলেন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে। বিজেপির রাজ্য সভাপতির অভিযোগ, “কেন্দ্রের পাঠানো টাকা লুট করে নিচ্ছে তৃণমূল। সেই টাকা ভাইদের হাত ঘুরে চলে যাচ্ছে কালীঘাটে।” এছাড়াও রাজ্য বিজেপি সভাপতির অভিযোগ করলেন যে, আম্ফানের ত্রাণের উদ্দেশ্যে কেন্দ্র সরকার কর্তৃক রাজ্য সরকারকে দেওয়া ১০০০ কোটি টাকার হিসাব রাজ্য এখনো পর্যন্ত দেয়নি। এভাবেই নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় গতকাল রাজ্য সরকারের বিরুদ্ধে একধিক বিরুপ মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!