এখন পড়ছেন
হোম > জাতীয় > অমিত শায়ের সঙ্গে সাক্ষাৎ করতে চলেছেন মুখমন্ত্রী, জল্পনা তুঙ্গে

অমিত শায়ের সঙ্গে সাক্ষাৎ করতে চলেছেন মুখমন্ত্রী, জল্পনা তুঙ্গে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দেশে করোনা সংক্রমণ শুরু হতেই দিল্লিতে ক্রমশ বাড়তে থাকে করোনার সংক্রমণ। তবে গত কয়েকমাস দিল্লিতে করোনা সংক্রমণে কিছুটা লাগাম পড়েছিল। কিন্তু সম্প্রতি আবার দিল্লিতে বাড়ছে করোনার সংক্রমণ। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বৈঠক হতে চলেছে। বিভিন্ন হাসপাতালে কোভিড আইসিইউ বেডের সংখ্যা বৃদ্ধির বিষয়ে তাঁদের মধ্যে আলোচনা হওয়ার সম্ভাবনা আছে। এদিকে করোনা সংক্রমণ কালে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দুবার বৈঠক হয়েছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের। ইতিপূর্বে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে করোনা নিয়ন্ত্রণের ব্যাপারে দিল্লি সরকারকে বেশকিছু গাইডলাইন দেয়া হয়েছিল। কেন্দ্রের এই গাইডলাইনে করোনার সংক্রমনে লাগাম পড়েছিল। কিন্তু সম্প্রতি আবার নতুন করে বাড়ছে সংক্রমণ।

সম্প্রতি দিল্লিতে মোট করণা আক্রান্তের সংখ্যা ৪ লক্ষ ৮২ হাজারের গণ্ডি অতিক্রম করেছে। করোনায় মোট মৃত্যু ঘটেছে ৭৫১৯ জনের। ক্রমশই বাড়ছে দিল্লিতে করোনার সংক্রমণ। কেজরিওয়ালের সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে, দিল্লিতে করোনার তৃতীয় ঢেউ শুরু হয়েছে। গত ২৪ ঘণ্টায় দিল্লিতে ৭৩০০ জনেরও বেশি মানুষ করোনা আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু ঘটেছে ৯৬ জনের। সম্প্রতি দিল্লিতে করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন ৪৪ হাজার ৪৫৬ জন।

ব্যাপকহারে করোনা সংক্রমণ বাড়তে থাকায় দিল্লিতে বিভিন্ন হাসপাতালে বেডের অভাব শুরু হয়েছে। আইসিইউ বেডের ক্ষেত্রে এই সমস্যা আরো বেশি মাত্রায় দেখা দিচ্ছে। তবে গত শুক্রবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছিলেন যে, আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে দিল্লির করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসবে। দিল্লিতে করোনা বৃদ্ধির জন্য তিনি দায়ী করেছেন দুষনকে। দূষণের মাত্রা বাড়তে থাকার কারণে দিল্লিতে নতুন করে করোনা সংক্রমণ বাড়ছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিকে গত ১০, ১২ দিন ধরে খড়কুটো পোড়ানো বাড়তে থাকায় গোটা উত্তর ভারত জুড়ে বাড়ছে দূষণ। এজন্য দিল্লির কৃষকেরা প্রচন্ড সমস্যায় পড়েছেন। গত শনিবার দিল্লিতে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ৪১৪ ছিল। যা যথেষ্ট উদ্বেগজনক। শুক্রবার যা ছিল ৩৩৯। একদিনের মধ্যে অনেকটাই বেড়ে গেছে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স। গত বৃহস্পতিবার যা ছিল ৩১৪। এ প্রসঙ্গে আবহাওয়াবিদরা জানিয়েছেন যে, দূষণের ৩২ শতাংশ দেখা দিচ্ছে খড়কুটো পোড়ানোর কারণে। গতকাল শনিবার দিল্লির সমস্ত স্থানে পিএম ২.৫ এর মাত্রা ৪০০ এর বেশি ছিল। কোথাও তা ৫০০ এর কাছে পর্যন্ত চলে গিয়েছিল। যা ৬০ এর উপরে গেলেই মানুষের জন্য ক্ষতিকর বলে বিবেচিত হয়।

দিল্লির বিভিন্ন স্থানের বাসিন্দারা গলা ব্যথা ও শ্বাসকষ্টের সমস্যায় ভুগছেন। আবহবিদেরা জানিয়েছেন যে, শীতকালে বাতাস স্থির থাকায় বাতাসে দূষণের পরিমাণ বেশি থাকে। তার মধ্যে বাজি পোড়ানোর কারণে দূষণ বেড়েছে অনেক। যার ফলে ব্যাপকহারে বৃদ্ধি পাচ্ছে করোনার সংক্রমণ। একারণে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে চলেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। দিল্লির করোনা পরিস্থিতি কত তাড়াতাড়ি নিয়ন্ত্রণে আসে, সেদিকেই দৃষ্টি সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!