এখন পড়ছেন
হোম > জাতীয় > অমিত শাহকে চাপে ফেলতে খবরের কাগজে বিজ্ঞাপন ছাপাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

অমিত শাহকে চাপে ফেলতে খবরের কাগজে বিজ্ঞাপন ছাপাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়


এবার বিজেপির সর্ব ভারতীয় সভাপতির বিরুদ্ধে সরাসরি আক্রমণাত্মক ভূমিকায় তৃণমূলের যুবনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। অমিত শাহের বিরুদ্ধে মামলা রজু করেছেন তিনি। এই মামলার চিঠি যদি অমিত শাহ গ্রহন না করেন তাহলে খবরের বিজ্ঞাপন হিসাবে এটাকে প্রকাশ্যে আনার পরিকল্পনা রয়েছে তৃণমূল সাংসদের। এবং এই খবর ছাপানোর দায়িত্ব দেওয়া হবে দেশের জনপ্রিয় খবরের কাগজগুলোতেই। অমিত শাহের জন্যে আসা ‘লিগ্যাল নোটিশ’টি পৌছে যাবে আমজনতার দোরগোড়ায়।

সম্প্রতি অাগষ্টের প্রথম সপ্তাহেই কোলকাতার মেয়ো রোডে অমিত শাহ জনসভা করেছিলেন। সেখানে আগামী লোকসভা ভোটের জন্য রাজ্য বিজেপিকে উজ্জীবিত করার পাশাপাশি,বাংলা থেকে জোড়াফুল উৎখাতের ডাক দিয়েছিলেন তিনি। চাঁচাছোলা ভাষায় সমালোচনা করেছিলেন তৃণমূলের হেভিওয়েট নেতাদের। এমনকি মুখ্যমন্ত্রীর ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে বলেন,’ভাইপোর দুর্নীতি ফাঁস করে দেবেন।’ এরপরই বেজায় চটে যান অভিষেক বাবু। এর বিরুদ্ধে পদক্ষেপ নিতে ঘটনার কিছুদিনের মধ্যেই অমিত শাহের বিরুদ্ধে মামলা করেন তিনি। সেইমতো ২৯ শে আগষ্ট তারিখে মেট্রোপলিটব ম্যাজিস্ট্রেটের ৮ নম্বর আদালত থেকে জাতীয় বিজেপি সুপ্রিমোকে শমন পাঠানো হয়। তবে এদিন সম্পূর্ণ অন্য তথ্য সামনে রাখে বিজেপি। গেরুয়াশিবিরের পক্ষ থেকে আবেদন করে বলা হয়েছে,অমিত শাহের বিরুদ্ধে শমন পাঠানো হয়েছে ৬ নম্বর মুরলীধর সেন লেনে।

এরফলেই বিতর্ক তৈরি হল। কারণ ৬ নম্বর মুরলীধর সেন লেনে আসলে বিজেপির রাজ্য পার্টির সদর দপ্তর। ভুলবশত রাজ্যবিজেপি সেই শমন গ্রহন করে। পরে আবার তা কোর্টে ফেরত পাঠিয়ে দিলে বলা হয়, এটিকে অমিত শাহের ঠিকানায় পাঠিয়ে দিতে। যুক্তি,রাজ্য বিজেপির কার্যালয়ের ঠিকানা কখনোই জাতীয় বিজেপি সভাপতি অমিত শাহের ঠিকানা নয়। তবে বিজেপি তরফ থেকে খবর পাওয়া গিয়েছে,অমিত শাহের ঠিকানায় এখনো পর্যন্ত কোনো আবেদন যায়নি।

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

এই প্রেক্ষিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফের আইনজীবীর বক্তব্য,বিজেপির রাজ্য কমিটির সদস্য অজিত কুমার মিশ্রের আবেদনটাই অসঙ্গত। কারণ তিনি এক জায়গায় লিখেছেন অমিত শাহ বিজেপির সর্ব ভারতীয় সভাপতি আবার এক জায়গায় লিখেছেন বিজেপির কার্যালয় ভুলবশত ওই শমন গ্রহন করেছে। অজিত কুমার মিশ্রের এই দ্বিচারী আচরণের পেছনে প্রশ্নচিহ্ন লাগিয়েছেন আইনজীবী। এবং এই ইস্যুকেই হাতিয়ার করে জাতীয় বিজেপি সুপ্রিমোকে আক্রমনের পরিকল্পনা করেছে তৃণমূল। এবং বিতর্ককে উস্কে দিতে বলা হয়েছে সর্ব ভারতীয় জাতীয় সভাপতি হওয়া সত্ত্বেও অমিত শাহ যদি বিজেপি দপ্তরে তাঁর নামে আসা লিগ্যাল নোটিশটি হাতে না পেয়ে থাকেন তাহলে এবার সংবাদপত্রের বিজ্ঞাপনে মাধ্যমেই তাঁর এই এই বার্তা যাবে। এমনভাবেই অমিত শাহকে পাল্টা দিতে উদ্যোগী তৃণমূল কংগ্রেসের সাংসদ এবং তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। আদতে তিনি জাতীয় বিজেপি সভাপতিকে বুঝিয়ে দিতে চাইছেন ইট মারলে পাটকেলটি খেতে হবে। এ নিয়ে আপাতত জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিকমহলে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!