এখন পড়ছেন
হোম > জাতীয় > অমিত শাহকে দিল্লিতে বসেই বাংলা নিয়ে কড়া চ্যালেঞ্জ জানালেন মুখ্যমন্ত্রী

অমিত শাহকে দিল্লিতে বসেই বাংলা নিয়ে কড়া চ্যালেঞ্জ জানালেন মুখ্যমন্ত্রী


লোকসভা ভোটের বিজেপি বিরোধী দল গঠনের ডাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের তুরুপের তাস হয়ে উঠতে পারে সাম্প্রতিক কালের এন আর সি ইস্যু।সম্প্রতি দিল্লীতে রয়েছেন বাংলার প্রশাসনিক প্রধান। আর সেখানেই তিনি চাঁচাছোলা ভাষায় আক্রমণ করলেন বিজেপির এন আর সি সংক্রান্ত সাম্প্রতিক পদক্ষেপকে। দিল্লী থেকে মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার জানিয়ে দিলেন বিজেপির এই অমানবিক কাজের বিরুদ্ধে একজোট হয়ে লড়বে সমস্ত অবিজেপি দল। দেশের মানুষ তাঁদের বিরুদ্ধে এই স্বার্থবিঘ্নকারী পদক্ষেপ কিছুতেই মেনে নেবেন না। তাঁরা বিজেপির বাণীতে আর মোহিত হবেন না।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

——————————————————————————————-

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে।

মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী পদের দাবীদার বিষয়ে এখনই কিছু ঠিক হয়নি। এখন এর উপযুক্ত সময়ও নয়। আগে দরকার বিজেপিকে তাড়ানো।  

আগামী ১১ অগাস্ট কলকাতার রানি রাসমণি রোডে অমিত শাহের সভা করার কথা। সেই সভার অনুমতি দেওয়া নিয়ে সোমবার থেকে শুরু হয়েছে বিজেপি কলকাতা পুলিসের পরস্পর বিরোধী বক্তব্য। বিজেপি বলছে অনুমতি দেওয়া হয়নি। কলকাতা পুলিস বলছে চাওয়া মাত্রই অনুমতি দেওয়া হয়েছে। এই বিতর্কের মধ্যেই অমিত শাহ মমতাকে উদ্দেশ্য করে বলেন সভা তিনি করবেনই। প্রয়োজন হলে গ্রেপ্তার করার চেষ্টা দেখে নিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে দিল্লী থেকে মমতা বলেন “উনি ৩৬৫ দিনই বাংলায় যান। এটা তো ভাল। কিন্তু বাংলায় কিছু করতে পারবেন না উনি।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!