এখন পড়ছেন
হোম > জাতীয় > আসামের পর বাংলায় কি এখনই জাতীয় নাগরিকপঞ্জী? বড় ঘোষণা অমিত শাহের

আসামের পর বাংলায় কি এখনই জাতীয় নাগরিকপঞ্জী? বড় ঘোষণা অমিত শাহের


পশ্চিমবঙ্গে এনআরসি বা জাতীয় নাগরিক পঞ্জির সম্ভাবনা এদিন খারিজ করে দিলেন গেরুয়া শিবিরের এক শীর্ষ নেতা। প্রসঙ্গত, সম্প্রতি  অসমের নাগরিক পঞ্জিতে ৪০ লক্ষ নাম বাদ বাতিল হয়ে যাওয়ার পরে এই রাজ্যের বিজেপি সভাপতি দিলীপ ঘোষ এবং বিজেপির রাজ্য পরিদর্শক কৈলাশ বিজয়বর্গীয় এই রাজ্যের জন্যে জাতীয় নাগরিক পঞ্জি প্রস্তুতির জন্যে আর্জি জানিয়েছিলেন।

এদিন দিল্লীতে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে দেশের নিরাপত্তা বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র সমালোচনা করলেন। বিজেপি দলের জাতীয় সভাপতির সমালোচনার তালিকা থেকে বাদ পড়লেন না কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীও।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

——————————————————————————————-

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে।

একই সাথে অমিত শাহ  প্রতিবেশী রাষ্ট্র থেকে এই দেশে নিয়মিত অনুপ্রবেশ প্রসঙ্গে তৃণমূল কংগ্রেস এবং জাতীয় কংগ্রেস দলকে নিজেদের অবস্থান স্পষ্ট করতে বললেন। তিনি জানালেন পশ্চিমবঙ্গে এখনই আনআরসি বা জাতীয় নাগরিক পঞ্জি করে অনুপ্রবেশকারীদের বিতাড়ণের কোনও পরিকল্পনা নেই বিজেপির।

উল্লেখ্য এর আগের দিনই বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ কার্যত হুঁশিয়ারী দিয়েই রাজ্য সরকারকে বলেছিলেন বিজেপি দল এই রাজ্যের শাসন ক্ষমতায় এলে বাংলাদেশী অনুপ্রবেশকারীদের গলাধাক্কা দিয়ে তাড়াবেন। শুধু তাই নয় যারা অনুপ্রবেশকারীদের সমর্থন করবেন তাঁদেরও রাজ্য থেকে বিতাড়িত করা হবে। তখন দলের রাজ্য সভাপতিকে সমর্থন করে কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি দলের রাজ্য পরিদর্শক  কৈলাশ বিজয়বর্গীয় জানিয়েছিলেন এই রাজ্যে এনআরসি হবে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!