এখন পড়ছেন
হোম > জাতীয় > অমিত শাহের ভবিষ্যৎবানী সত্যি করতে কর্নাটকের জোট সরকারে গোপনে হানা দিচ্ছে বিজেপি

অমিত শাহের ভবিষ্যৎবানী সত্যি করতে কর্নাটকের জোট সরকারে গোপনে হানা দিচ্ছে বিজেপি


এবারে দীর্ঘ নাটক দেখত হয়েছে কোন্নড়বাসীকে। কর্নাটকে রাজনীতিতে সেই যবনিকা পতন হয়েছে কংগ্রেস জেডিএসের জোট সরকার গড়ার পর।তারপর পার হয়ে গিয়েছে বেশ কিছু দেন।দপ্তর বন্টনও সম্পন্ন। কিন্তু এ যেন জটিলতা শেষ হয়েও শেষ হল না। কংগ্রেস বিধায়কদের অভিযোগ, “তাঁদের ঠকানো হয়েছে।” অবশ্য এতে চুপ করে নেই জেডিএসও। জেডিএস সূত্রে খবর, ভালো দপ্তর না পাওয়াতেই তাদের অনেক বিধায়ক দলের অন্দরে বিক্ষোভও দেখাতে শুরু করেছেন। কংগ্রেস জেডিএস জোটের এই জটিলতায় এবার আসরে নেমেছে কর্নাটক বিধানসভার বিরোধী দল বিজেপি। সূত্রের খবর, জেডিএস ও কংগ্রেস উভয় দলেরই বিক্ষুব্ধ বিধায়কদের বিজেপিতে আসার আহ্বান জানালেন কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান বিরোধী দলনেতা বিএস ইয়েদুরাপ্পা।

সূত্রে খবর,অনেকদিন থেকেই এই দপ্তর বন্টন নিয়ে দুদলের টানাপোড়েন চলছিল। নেতৃত্বের সতর্কতার কারনে জল আর বেশি দূর গড়ায়নি। কংগ্রেস সূত্রে খবর, বিধানসভার স্পিকার ও উপমুখ্যমন্ত্রী ছাড়া তাদের ভাগ্যে আর বড় কোনো পদ জোটেনি। এমনকী লিঙ্গায়েত কংগ্রেস বিধায়কদের যে আস্থা দেওয়া হয়েছিল তাও পূর্ন করা হয়নি। দলের শীর্ষ নেতৃত্ব এবং দিল্লীতে এ বিষয়ে অভিযোগ জানালেও কোনো কর্নপাতই করেনি হাইকমান্ড। এমনকী এমবি পাটেল, এইচকে পাটিল, ইভান ডিসুজা, প্রতাপগৌড়া পাটিলের নেতৃত্বে কংগ্রেসের পনেরো থেকে কুড়ি জন কংগ্রেস বিধায়কের এই অভিযোগে যে সত্যতা রয়েছে তা স্বীকার করা নিয়েছেন লোকসভার কংগ্রেসের বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গেও।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

তবে শুধু কংগ্রেস নয়,সঠিক মন্ত্রীত্ব না পেয়ে দলের বিরুদ্ধে সুর চড়িয়েছেন জেডিএসের জাটি দেবগৌড়া, সিএস পুটাটারাজু। এদেরকে আবার সমর্থন করেছেন জেডিএসের আরও দুই বিধায়ক। দুজনেরই দাবি, তাঁদের পরিবহন দপ্তরের দায়িত্ব দিতে হবে। এমনকী তাঁরা এ নিয়ে দলের থেকে নির্বাচিত মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামীর বিরুদ্ধে তোপ দেগেছেন। তাদের অভিযোগ, মুখ্যমন্ত্রীর আত্মীয় ভ
ডিসি থাম্মান্নাকে উচ্চশিক্ষা দপ্তরে বসানো হয়েছে। এখানেই এই গন্ডোগোলের আগুনে ঘি দিয়ে বিরোধীদের প্রশ্ন, সপ্তম শ্রেনী পর্যন্ত লেখাপড়া করা ব্যাক্তি কি করে শিক্ষামন্ত্রীর পদ পান! প্রসঙ্গত,যখন জোট সরকার ক্ষমতায় আসে তখন বিজেপির সর্বভারতীয় সভাপতি দাবি করেছিলেন যে এই সরকারের স্বায়ীত্ত্ব বেশিদিন হবে না। আর ফের ভোট হবে। আর এবার ভোট বিজেপি বিশাল সংখ্যক আসনে জয়লাভ করে বিজেপি ক্ষমতায় আসবে। রাজনৈতিক মহল মনে করছেন যে এবার সেই ভবিষ্যৎ বাণী সত্যি করতে উঠেপড়ে লেগেছেন বিজেপির ইয়েদুরাপ্পা। আর তাই কর্নাটকে যখন এই নিয়ে শাসকদলে তিব্র বিবাদ শুরু হয়েছে তখন বিক্ষুব্ধ বিধায়কদের বিজেপিতে আসার আহ্বান জানিয়ে ফের ক্ষমতায় আসার স্বপ্ন দেখতে শুরু করেছেন বিজেপির বি এস ইয়েদুরাপ্পা- বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!