অমিত শাহের সভায় আগত বসে হামলা, অভিযোগের তীর তৃণমূলের দিকে জাতীয় রাজ্য August 11, 2018 কলকাতায় গেরুয়া শিবিরের সভাকে কেন্দ্র করে জেলায় জেলায় শুরু রাজনৈতিক হিংসা। প্রসঙ্গত, শুক্রবার রাতে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণায় বিজেপি এবং রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের মধ্যে সংঘর্ষ বাঁধে। এই ঘটনা প্রসঙ্গে গেরুয়া শিবির সূত্রে অভিযোগ করা হচ্ছে শনিবার মেয়ো রোডে অমিত শাহের সভা উপলক্ষ্যে এদিন রাতে জেলা থেকে একটি বাস দলীয় কর্মী সমর্থকদের নিয়ে কলকাতার উদ্দেশ্যে যাত্রা করছিলো সেই বাসেই আক্রমন করে দুষ্কৃতিরা। বিজেপি নেতৃত্বের মতে এই আক্রমন করেছে রাজ্যের শাসক দলের মদতপুষ্ট দুষ্কৃতিরা। এদিকে বাসের দিকে নিশানা করে ছোঁড়া ইট পাটকেলের আঘাতে বাসের কাঁচ ভেঙে যায়। এরফলে বেশ কিছু বাসযাত্রী কম বেশি জখম হন। অন্যদিকে তৃণমূল কংগ্রেস দলের বিরুদ্ধে আনা বিজেপির এই অভিযোগ মানতে নারাজ রাজ্যের শাসক দল। বাসের ওপরে দুষ্কৃতি আক্রমনের পরেই বিজেপি দলের কর্মী ও সমর্থরা পথ অবরোধ শুরু করে। আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে ——————————————————————————————- এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে। পরবর্তীতে পুলিশ এই অরীতিকর ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।এই ঘটনার জেরে দলীয় কর্মী-সমর্থকদের নিরাপত্তা নিয়ে আশঙ্কায় রাজ্য বিজেপি। গেরুয়া শিবিরের পক্ষ থেকে জানা গিয়েছে এই ঘটনার কথা জানিয়ে তারা রাজ্যের মুখ্যসচিব এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে বিষয়টি চিঠি দিয়ে জানিয়ে অবহিত করেছে। আপনার মতামত জানান -