এখন পড়ছেন
হোম > জাতীয় > কি বললেন সভা মঞ্চ থেকে অমিত শাহ, দেখে নিন এক নজরে

কি বললেন সভা মঞ্চ থেকে অমিত শাহ, দেখে নিন এক নজরে


 

১. পরিবর্তনের পরিবর্তন চাই। বাংলার উন্নতি চাইলে বাংলার ভিতরে পরিবর্তন দরকার। মূল সমেত তৃণমূলকে উপরে ফেলে দিতে হবে। বিজেপি সরকারকে নিয়ে আসতে হবে। পরিবর্তনের ডাক পৌঁছে দিন মমতার কানে।

২. চিটফান্ড ও সিন্ডিকেটের সরকারকে পরিবর্তন করুন
মমতা মহাজোট করতে গেছেন কিন্তু জমি হারাচ্ছেন নিজের পায়ের তলায়।

৩. ত্রিপুরায় চলো পালটাই স্লোগান দিয়ে আমরা বাম সরকারকে অপসারিত করেছি। আজ সেখানে চোরাচালান অনুপ্রবেশ বন্ধ।

৪.তারাপীঠে মায়ের কাছে প্রার্থনা করেছি এত ক্ষমতা দাও যাতে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে ফেলতে পারি।এটা রামকৃষ্ণ ও বিবেকানন্দের বাংলা। এখানে রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতন তৈরি করেছেন।

৫.পঞ্চায়েতগুলিতে মনোনয়ন জমা করতে দেয়নি।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

——————————————————————————————-

 এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

ভোট দিতে দেয়নি। আজ পুরুলিয়া থেকে জানিয়ে দিচ্ছি আপনার সরকার বেশিদিন চলবে না।

৬. বিজেপি কর্মীদের বেছে বেছে মারা হচ্ছে ।ত্রিলোচন ও দুলালকে সম্মান জানাতে আজ লাখ লোক এসেছেন।

৭.বাংলায় মাফিয়া রাজ চলছে। মোদি ৩লাখ ৬০ হাজার কোটির ফিনান্স কমিশন পাঠিয়েছে বাংলায়। সেই টাকা জনগনের কাছে পৌঁছায়নি। টাকা তৃণমূলের সিন্ডিকেট খেয়ে গেছে বলে অভিযোগ।

৮.২০১৯-এ ২২টির বেশি লোকসভা আসন জিতব এবং বাংলার ১ নম্বর দল হিসেবে পরিচিতি হবে বিজেপি।

৯.রাজ্যের সব কলকারখানা বন্ধ হয়ে গেছে। শুধু বম বানানোর কারখানা তৈরি হয়েছে।

১০. বাংলাদেশ থেকে ড্রাগ আসছে এরাজ্যে।

১১.মোদি সরকার ক্ষমতায় এসে চার লাখ মহিলাকে রান্নার গ্যাস দিয়েছে

১২. ২০১৯ সালে লোকসভা নির্বাচনে জোট গড়ার উদ্যোগ নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই উদ্যোগকে কটাক্ষ করে অমিত এদিন বলেন, ”মমতাদি জোট বানান, কোনও আপত্তি নেই, কিন্তু আগে বাংলা সামলান। বিজেপি আসছে।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!