এক্সক্লুসিভ ভিডিও: তারাপীঠ মন্দিরে পুজো দিলেন বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শাহ জাতীয় মালদা-মুর্শিদাবাদ-বীরভূম রাজ্য June 28, 2018 আজ পৌনে ১২টা নাগাদ তারাপীঠ মন্দিরে ঢোকেন অমিত শাহ। ১০ মিনিট পুজো স্থলে ছিলেন তিনি জানা গেছে আরতিও করেছেন তিনি। এদিন তিনি ‘শৃঙ্গার’ সাজে পুজো দেন সেই সাজে ছিল বেনারসী শাড়ি, পদ্ম, জবা, অপরাজিতা, বেলপাতা ও আকন্দ সমেত পাঁচরকম ফুল। তিনি জানান এখানে পুজো দিতে এসেছি। পুজো করান সেবাইত পুলক চট্টোপাধ্যায়, নিখিল বন্দ্যোপাধ্যায়, রবি মুখোপাধ্যায় সহ পাঁচজন। জানা গেছে সকাল সাড়ে ৯টা থেকে দর্শনার্থীদের জন্য মন্দিরে পুজো দেওয়া বন্ধ রাখা হয়েছিল তার প্রধান কারণ ছিল অমিত শাহের নিরাপত্তা। তিনি চলে যাবার পর ফের অবস্থা স্বাভাবিক হয়েছে চলছে ফের পুজো গ্রহণ। এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে আপনার মতামত জানান -