এখন পড়ছেন
হোম > জাতীয় > অমিত শাহ কি সত্যিই করোনা মুক্ত? হেভিওয়েট বিজেপি নেতা ও স্বরাষ্ট্রমন্ত্রকের দুই ট্যুইটে জল্পনা

অমিত শাহ কি সত্যিই করোনা মুক্ত? হেভিওয়েট বিজেপি নেতা ও স্বরাষ্ট্রমন্ত্রকের দুই ট্যুইটে জল্পনা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – ভারতে করোনার সংক্রমণের গ্রাফ দিনদিন উর্ধমুখী। কোনভাবেই তাতে লাগাম পড়ানো সম্ভব হচ্ছে না। অদৃশ্য দানব করোনার শিকার হচ্ছেন সাধারণ মানুষ থেকে শুরু করে দেশের বড়ো বড়ো নেতা-মন্ত্রীরাও। গত রবিবার দুপুরে নিজের করোনা  রিপোর্ট  পসিটিভ  আসর  কথা  টুইট  করে জানিয়েছিলেন  কেন্দ্রীয়  স্বরাষ্ট্রমন্ত্রী  অমিত শাহ। করোনা সংক্রমণের  কারণে  দিল্লির  এইমস-এ  তিনি চিকিৎসাধীন আছেন।

আজ রবিবার বিজেপির দিল্লির জনৈক প্রভাবশালী নেতা মনোজ তিওয়ারি টুইটারে পোস্ট করে জানান, সরাষ্ট্রমন্ত্রী বর্তমানে করোনামুক্ত হয়েছেন। এ প্রসঙ্গে তিনি জানান, ইতিমধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী তাঁর স্যাম্পল টেস্ট করিয়েছিলেন আর তার রিপোর্ট সামনে এসেছে। যেখানে দেখা যাচ্ছে, তাঁর রিপোর্ট নেগেটিভ। কিন্তু এরপরেই স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে টুইট করে জানানো হয়, স্বরাষ্ট্রমন্ত্রী এখনো পর্যন্ত নতুন করে কোন স্যাম্পল টেস্ট করান নি।

তাই তিনি পসিটিভ না নেগেটিভ সেটা জানাও সম্ভব নয়। ফলে স্বরাষ্ট্রমন্ত্রীর বর্তমান শারীরিক অবস্থা নিয়ে দোলাচল শুরু হয় সকলের মধ্যে। এই অবস্থায় পোস্ট করার এক ঘন্টার মধ্যেই টুইটার থেকে নিজের পোস্টটি ডিলিট করে দেন বিজেপি নেতা মনোজ তিওয়ারি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে সমগ্র দেশের করোনা পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক। শেষ ২৪ ঘন্টায় দেশে মোট ৬৪,৩৯৯ জনের শরীরে করোনা সংক্রমণের হদিস মিলেছে, করোনায় মৃত্যু ঘটেছে মোট ৮৬১ জনের। দেশে মোট করোনা আক্রান্ত মোট ২১,৫৩,০১১ জন। যাদের মধ্যে অ্যাকটিভ কেস আছে, অর্থাৎ চিকিসাধীন আছেন ৬,২৮,৭৪৭ জন। এখনো পর্যন্ত করোনা কাটিয়ে সুস্থ হয়ে উঠেছেন ১৪,৮০,৮৮৫ জন। দেশে সুস্থতার হার কিছুটা সন্তোষজনক হলেও, মৃত্যুহার ও কম নয়।

ইতিমধ্যে করোনার কারণে মৃত্যু হয়েছে মোট ৪৩৩৭৯ জনের। যা যথেষ্ট উদ্বেগজনক এরপরে গত ২৮ সে জুলাই থেকে শুরু করে প্রতিদিন ৫০০০০ এরও বেশি মানুষ প্রতিদিন নতুন করে করোনা সংক্রমিত হচ্ছেন। তাই করোনার পস্থিতি আগামী দিনে কী হতে চলেছে তা ভেবে ঘুম উড়ছে অনেকের।

রাজ্যগুলির মধ্যে মহারাষ্ট্রের করোনা পরিস্থিতি সর্বাধিক ভয়াবহ। সেখানে মোট করোনা আক্রান্ত ৪,৯০,২৬২ জন। এরপরেই তামিলনাড়ুর স্থান , সেখানে মোট আক্রান্ত ২,৮৫,০২৪ জন, এরপরে আছে অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, উত্তরপ্রদেশের স্থান। পশ্চিমবঙ্গের অবস্থাও যথেষ্ট উদ্বেগজনক এরাজ্যে মোট করোনা আক্রান্ত ৯২৬১৫ জন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!