এখন পড়ছেন
হোম > জাতীয় > অমিত শাহকে আটকাতে অভিষেকের অস্ত্র স্বামীজী! লোকসভায় ঝড় তুললেন যুবরাজ

অমিত শাহকে আটকাতে অভিষেকের অস্ত্র স্বামীজী! লোকসভায় ঝড় তুললেন যুবরাজ

 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতবর্ষের প্রধানমন্ত্রী পদের শপথ নেওয়ার আগে থেকেই স্বামীজীর প্রতি তার অনুরাগ গোটা দেশবাসী দেখেছে। পূর্বে 2014 সালের লোকসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে এসে রামকৃষ্ণ মিশনে স্বামীজীদের সঙ্গে দেখা করে কুশল বিনিময় করে গেছেন নরেন্দ্র মোদি।

শুধু তাই নয়, নিজের সম্পর্কে বিভিন্ন সংবাদপত্রে ইন্টারভিউ দিতে গিয়েও প্রধানমন্ত্রী জানিয়েছিলেন, তার জীবনের অনেকটা সময় বেলুড় মঠ এবং রামকৃষ্ণ মিশনের ছত্রছায়া কেটেছে। আর এবার ভারতীয় জনতা পার্টির আনা সিটিজেনশিপ আমেন্ডমেন্ট বিলের বিরোধিতা করতে গিয়ে সেই স্বামীজীকেই হাতিয়ার করে বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানালেন ডায়মন্ডহারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

প্রসঙ্গত, এদিন সোমবার সংসদের নিম্ন কক্ষে সিটিজেনশিপ আমেন্ডমেন্ট বিল পেশ করেন ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর এই বিলের বিরোধিতা করতে লোকসভায় দাঁড়িয়ে স্বামী বিবেকানন্দের দৃষ্টান্ত স্থাপন করে ডায়মন্ডহারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “হয় 126 বছর আগে স্বামী বিবেকানন্দ যেই কথা বলেছিলেন তা ঠিক, না হয় আজ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যে কথা বললেন তা ঠিক। আজ যদি স্বামীজি উপস্থিত থাকতেন, তাহলে এই সিটিজেনশিপ আমেন্ডমেন্ট বিল দেখে আঘাত পেতেন।”

শুধু তাই নয়, কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারকে এনআরসি এবং নাগরিকত্ব বিল নিয়ে কড়া ভাষায় সমালোচনা করে’ সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “এনআরসি একটা ফাঁদ। নাগরিকত্ব সংশোধনী বিল তার থেকেও বড় ফাঁদ। এনআরসি একটা লালিপপ হলে, ক্যাব তার থেকেও বড় লালিপপ।”

এছাড়াও কেন্দ্র সরকারের আনা জাতীয় নাগরিক পঞ্জী এবং নাগরিকত্ব সংশোধনী বিল আদতে দেশের মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করবে বলে মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো তথা ডায়মন্ডহারবারের সাংসদ। কেন্দ্র সরকারকে খোঁচা দিয়ে তিনি বলেন, “যে সরকার রান ফর ইউনিটি কর্মসূচি পালন করে, সেই দলই আবার বিভেদ তৈরি করছে। আমাদের ভারত হিংসায় বিশ্বাস করে না। ভেদাভেদে বিশ্বাস করে না। আমাদের ভারত ঐক্যের, সম্প্রীতির, শান্তির কথা বলে।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

রাজনৈতিক মহলের মতে, লোকসভায় এনআরসি বিরোধিতা এবং সিটিজেনশিপ আমেন্ডমেন্ট বিলের বিরোধিতা করে আদতে তৃণমূল কংগ্রেস বাংলার মানুষের কাছে নিজেদের পৌঁছে দেওয়া বার্তা এবং এনআরসির ভয়াবহতা সম্পর্কে নিজেদের অবস্থানকে আরও স্পষ্ট করতে চাইল। এদিন এনআরসির পাশাপাশি পূর্ববর্তী সময়ে নরেন্দ্র মোদি সরকারের নোট বন্দি ইস্যুকেও কটাক্ষ করেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। মোদী সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, “আপনারা 500 টাকার নোট বাতিল করেছেন, হাজার টাকার নোট বাতিল করেছেন। কাল হয়তো 2000 টাকার নোট বাতিল করবেন। কিন্তু বাংলার মানুষ, দেশের মানুষকে আপনারা বাদ দিতে পারবেন না।”

এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে এনআরসির কারণে বাংলার মানুষ আতঙ্কিত হয়ে পড়ছে, সেই কথাও উঠে আসে। এই প্রসঙ্গে তিনি বলেন, “অনেকেই উদ্বেগে দিন কাটাচ্ছে। এর দায় কে নেবে!” সিটিজেনশিপ আমেন্ডমেন্ট বিল কার্যত সংবিধান বিরোধী এবং দেশবিরোধী বলে উক্তি করেন এই তৃণমূল সাংসদ।

ওয়াকিবহাল মহল মনে করছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো তথা তৃণমূল কংগ্রেসের অন্যতম বড় মাপের নেতা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে কড়া ভাষায় নাগরিকত্ব সংশোধনী বিলের বিরোধিতা করলেন, তাতে করে স্পষ্ট আগামী দিনে এনআরসি নাগরিকত্ব সংশোধনী আইন প্রসঙ্গে কেন্দ্রকে একচুল জায়গা ছাড়বে না পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!