এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ >  অমিত শাহ রাজ্যে, এরমধ্যে দলের ডাকা বৈঠকে অনুপস্থিত বিধায়ক, কারণ অজানা, বাড়ছে ক্রমশ জল্পনা

 অমিত শাহ রাজ্যে, এরমধ্যে দলের ডাকা বৈঠকে অনুপস্থিত বিধায়ক, কারণ অজানা, বাড়ছে ক্রমশ জল্পনা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিজেপি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ইতিমধ্যেই রাজ্যে পা রেখেছেন। তবে তিনি রাজ্যে আসার অনেক আগে থেকেই তৃণমূলে ব্যাপক ভাঙ্গন ঘটতে পারে বলে নানা মহলে জল্পনা শুরু হয়েছিল। তৃণমূলের অনেক বিধায়ক থেকে শুরু করে রাজ্যের দুই-একজন হেভিওয়েট মন্ত্রী বিরোধী শিবিরে নাম লেখাতে পারেন বলে মনে করেছিল একাংশ। কিন্তু এখনও
পর্যন্ত তেমন কোনো ঘটনা ঘটেনি।

আর অমিত শাহ যখন বাঁকুড়ায় সভা করছেন, ঠিক তখনই রাজ্য নেতৃত্বের নির্দেশে কোচবিহার জেলা তৃনমূল কংগ্রেসের চেয়ারম্যান বৈঠক ডাকলেন। যেখানে অনুপস্থিত থাকতে দেখা গেল দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহকে। স্বাভাবিকভাবেই দলের রাজ্য নেতৃত্বের নির্দেশে বৈঠক ডাকা হলেও, সেখানে কেন এই তৃণমূল বিধায়ক অনুপস্থিত, এখন তা নিয়ে ব্যাপক জল্পনা তৈরি হয়েছে।

সূত্রের খবর, এদিন রাজ্য নেতৃত্বে নির্দেশে কোচবিহার জেলা তৃনমূল কংগ্রেসের চেয়ারম্যান বিনয়কৃষ্ণ বর্মন জেলা তৃণমূলের কার্যালয়ে একটি বৈঠক ডেকেছীলেন। যেখানে জেলার সমস্ত বিধায়করা উপস্থিত থাকলেও, কার্যত অনুপস্থিত থাকতে দেখা গেল দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহকে। শুধু তাই নয়, এদিনের এই বৈঠকে অনুপস্থিত থাকতে দেখা গেছে জেলা তৃণমূল সভাপতি পার্থপ্রতিম রায়কেও। স্বাভাবিক ভাবেই তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। যেখানে রাজ্য নেতৃত্বের নির্দেশে এই বৈঠক হচ্ছে, সেখানে জেলা সভাপতি এবং জেলার এক হেভিওয়েট তৃণমূল বিধায়ক কেন অনুপস্থিত!

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অনেকে বলছেন, বর্তমান সময়টা খুব একটা তৃণমূলের পক্ষে ভালো নয়। গোটা রাজ্যজুড়ে তৃণমূলে ভাঙ্গন ধরতে পারে বলে আশঙ্কা করছেন একাংশ। আর এই পরিস্থিতিতে অমিত শাহ রাজ্যে আসার পর তার হাত ধরে অনেকেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করতে পারেন বলে জল্পনা তৈরি হয়েছে। স্বাভাবিক ভাবেই এমত পরিস্থিতিতে রাজ্য নেতৃত্বের পক্ষ থেকে জেলা নেতৃত্বকে বৈঠক ডাকার নির্দেশ দেওয়া হলেও, সেখানে যেভাবে কোচবিহার জেলা সভাপতি এবং একজন বিধায়ক অনুপস্থিত থাকলেন, তাতে চাঞ্চল্য তৈরি হয়েছে শাসকদলের অন্দরমহলে।

 

কেন তিনি এই বৈঠকে অনুপস্থিত থাকলেন? এদিন এই প্রসঙ্গে দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহ বলেন, “আজকের বৈঠকে যাইনি। আবার পরের বৈঠকে যাব।” এদিকে এই ব্যাপারে জেলা সভাপতি পার্থপ্রতিম রায়ের সঙ্গে যোগাযোগ করা হলেও তা সম্ভব হয়নি। তবে বৈঠকে জেলা সভাপতি এবং উদয়ন গুহর অনুপস্থিতি প্রসঙ্গে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ বলেন, “তারা কেন আসেননি, তা তারাই বলতে পারবেন। আমিও শারীরিক অসুস্থতার জন্য বেশ কয়েকটি বৈঠকে উপস্থিত থাকতে পারিনি।”

এদিকে এই ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি কোচবিহার জেলা তৃনমূল কংগ্রেসের চেয়ারম্যান তথা মন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মন। তবে গোটা ঘটনাকে কেন্দ্র করে শাসকদলের অন্দরমহলে যে কিছুটা হলেও চিন্তার মেঘ দানা বাধতে শুরু করেছে, তা বলাই যায়। রাজ্য নেতৃত্ব যেখানে নির্দেশ দিয়েছে, সেখানে সেই নির্দেশকে উপেক্ষা করে জেলা সভাপতি এবং একজন বিধায়ক বৈঠকে উপস্থিত না হওয়ায় নিঃসন্দেহে চিন্তা বাড়ছে তৃণমূলের অন্দরমহলে। তবে দুই হেভিওয়েট নেতা দলের বৈঠকে যোগ না দেওয়ায় এর কোনো প্রভাব তৃণমূলের অন্দরে পড়ে কিনা, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!