এখন পড়ছেন
হোম > জাতীয় > লক্ষ্য ২০১৯ লোকসভা – উত্তর-পূর্বে গেরুয়া ঝড় তুলতে আসরে নামছেন অমিত শাহ

লক্ষ্য ২০১৯ লোকসভা – উত্তর-পূর্বে গেরুয়া ঝড় তুলতে আসরে নামছেন অমিত শাহ

লোকসভা নির্বাচনের জন্য ভেতরে ভেতরে প্রস্তুতি শুরু হয়ে গেল গেরুয়া শিবিরের মধ্যে। আর এবারের লোকসভা নির্বাচনে কেন্দ্রে পুনরায় ক্ষমতায় আসতে গেলে জোর দিতে হবে উত্তর-পূর্ব এবং পূর্ব ভারতের রাজ্যগুলিতে। সেই মর্মেই এখন থেকেই নীল-নকশা তৈরী করা হচ্ছে বিজেপি-শিবিরে। আর তারই প্রথম ধাপ হিসাবে, বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ রাজ্য সফরে অসম যাচ্ছেন চলতি মাসের ২০ শে মে। বিজেপির সভাপতির এই সফরসূচী জানালেন অসমের রাজ্য রাজ্য বিজেপির সভাপতি রঞ্জিত দাস। গুয়াহাটিতে আয়োজিত নর্থ ইস্ট ডেমোক্রেটিক অ্যালায়েন্সের সদস্য দলগুলির নেতাদের সাথে আসন্ন লোকসভা নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে বৈঠকের জন্যেই মূলত বিজেপির সর্বভারতীয় সভাপতি’র অসম যাত্রা। উল্লেখ্য নাগা পিপলস ফ্রন্ট, সিকিম ডেমোক্রেটিক ফ্রন্ট, অসম গণ পরিষদ প্রমুখ দলগুলি এনইডিএ’র জোট শরিক। ২০১৬ সালে বিজেপির নেতৃত্বে কংগ্রেস বিরোধী আঞ্চলিক দলগুলিকে নিয়ে এই এনইডিএ বা নেডা গঠন করা হয়েছিল।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ’র অসম সফর প্রসঙ্গে রাজ্য বিজেপির সভাপতি রঞ্জিত দাস বলেন, গুয়াহাটি সফরে অমিত শাহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন। এর মধ্যে রয়েছে লোকসভা নির্বাচনের প্রস্তুতিও। সেই বৈঠকে নর্থ ইস্ট ডেমোক্রেটিক অ্যালায়েন্সের দলগুলির বিধায়ক ও সাংসদরা উপস্থিত থাকবেন। বিজেপি সূত্রের খবর, অমিত শাহ উত্তর পূর্বের কংগ্রেস বিরোধী মুখ্যমন্ত্রীদের সঙ্গেও বৈঠক করবেন। অসমে একক সংখ্যা গরিষ্ঠতায় ক্ষমতায় নেই বিজেপি। সরকার গঠনের জন্যে তাদের নির্ভর করতে হচ্ছে অসম গণ পরিষদ এবং বরোল্যান্ড পিপলস ফ্রন্টের ওপর। গত মাসের অসম সফরে অমিত শাহ দলীয় কর্মী সমর্থক এবং জোট সঙ্গীদের উদ্দেশ্যে জানিয়েছিলেন বিজেপি নেতৃত্বাধীন জোটকে উত্তর পূর্বের ২৫ টি আসনের মধ্যে ২১ টি আসনে জিততে হবে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!