এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > অমিত শাহকে জোরদার জবাব দিতে এবার আসরে অভিষেক বন্দ্যোপাধ্যায়, জেনে নিন

অমিত শাহকে জোরদার জবাব দিতে এবার আসরে অভিষেক বন্দ্যোপাধ্যায়, জেনে নিন


করোনা ভাইরাস থেকে আমপান দুর্যোগ, বিভিন্ন বিষয়ে বঙ্গ বিজেপির তরফে তৃণমূল সরকারকে চাপে ফেলা হচ্ছিল। তবে সম্প্রতি তৃণমূলের অস্বস্তি বাড়িয়ে দিয়ে পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর এবার অমিত শাহের সেই বক্তব্যের জবাব দিয়ে রীতিমত শোরগোল তুলে দিলেন তৃণমূল যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

বস্তুত, গত শনিবার একটি সাক্ষাৎকারে বাংলার আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। যেখানে তিনি বলেন, “এই রাজ্যে পরিবর্তনের সময় হয়ে গিয়েছে। 2021 এর বিধানসভা নির্বাচনে এই রাজ্যে বিজেপি নিশ্চিতভাবে সংখ্যাগরিষ্ঠতা পাবে। পশ্চিমবঙ্গ এবং কেরলের রাজনীতি যেভাবে হিংসাত্মক হয়ে উঠেছে, তা কোথাও নেই। যে রাজনৈতিক দল তা সমর্থন করছে, তাদের ক্ষমতায় থাকা দেশের গণতন্ত্রের পক্ষে বিপদজনক। বাংলায় হিংসা প্রতিদিন বাড়ছে।”

আর অমিত শাহ এই মন্তব্য করার পরেই তৃণমূলের তরফে বিভিন্ন নেতৃত্বরা তা নিয়ে অমিত শাহকে কটাক্ষ করেন। সৌগত রায়ের মত হেভিওয়েট তৃণমূল সাংসদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই মন্তব্যকে খন্ডন করে বলেন, “দিল্লিতে অমিত শাহের নাকের ডগায় হিংসা হয়েছে। বিজেপি তাতে প্ররোচনা দিয়েছে। আমি তো বলেছিলাম, শাহের পদত্যাগ করা উচিত। কিন্তু তার সেই লজ্জাবোধ টুকুও নেই। অমিত শাহের স্বপ্ন হল পশ্চিমবঙ্গে জেতা। কিন্তু এই স্বপ্ন অপূর্ণ থেকে যাবে।”

তবে বিজেপির একদম শীর্ষ নেতা হিসেবে অমিত শাহ তৃণমূলকে কটাক্ষ করলে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মত নেতৃত্বরা এই ব্যাপারে অমিত শাহকে কটাক্ষ করেন কিনা, তার দিকে নজর ছিল রাজনৈতিক মহলের।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অবশেষে এই ব্যাপারে মুখ খুলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে কড়া ভাষায় আক্রমণ করলেন তৃণমূল যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, এদিন এনসিআরবি রিপোর্টকে হাতিয়ার করে অভিষেক বন্দ্যোপাধ্যায় লেখেন, “2018 তথ্য অনুযায়ী বিহারে হিংসা এবং রাজনৈতিক ঘটনা পশ্চিমবঙ্গের থেকে 315%, ঝাড়খন্ডে 245 শতাংশ, মহারাষ্ট্রে 196 শতাংশ, মধ্যপ্রদেশে 180 শতাংশ এবং গুজরাটে 52 শতাংশ বেশি ছিল। 2018 তে এই রাজ্যগুলোতে কোন দল ক্ষমতায় ছিল!”

অর্থাৎ অমিত শাহ বাংলার আইন-শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলায় তার সেই বক্তব্য খণ্ডন করে যেভাবে তথ্য দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় পাল্টা অমিত শাহকে খোঁচা দিলেন, তাতে আগামী দিনে বাংলার রাজনীতিতে তৃণমূল-বিজেপি চরম আকার ধারণ করবে বলেই মত রাজনৈতিক মহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!